ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বিশ্বকাপ হতে জিয়ার বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০১৫
বিশ্বকাপ হতে জিয়ার বিদায় ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের গ্র্যান্ড মাস্টার জিয়াউর রহমান (রেটিং-২৫০০) আজারবাইজেনের বাকু শহরে অনুষ্ঠানরত ওয়ার্ল্ড কাপ দাবা-২০১৫ তে রাশিয়ার দাবা চ্যাম্পিয়ন সুপার গ্র্যান্ড মাস্টার ইভগেনি তমাশেভস্কির (রেটিং-২৭৫৮) কাছে টাইব্রেকিং এ ২-০ গেমে হেরে গেছেন।

প্রথম রাউন্ডের দুই খেলায় জিয়া ও তমাশেভস্কির পয়েন্ট সমান হওয়ায় নিয়মানুযায়ী রোববার (১৩ সেপ্টেম্বর) টাইব্রেকিং গেম অনুষ্ঠিত হয়।

টাইব্রেকিংয়ে গেমের প্রথম খেলায় জিয়া সাদা ঘুঁটি নিয়ে তমাশেভস্কির বিরুদ্ধে খেলে ৬৬ চালে এবং দ্বিতীয় খেলায় কালো ঘুঁটি নিয়ে খেলে ৪০ চালের মাথায় হেরে যান। জয়ী হয়ে তমাশেভস্কি দ্বিতীয় রাউন্ডে উন্নীত হলেও জিয়া বিশ্বকাপ দাবা-২০১৫ হতে বিদায় নিলেন।

এদিকে, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠানরত টাঙ্গাইল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার চতুর্থ রাউন্ডের খেলা শেষে ১০জন খেলোয়াড় সাড়ে তিন পয়েন্ট করে নিয়ে পয়েন্ট তালিকায় মিলিতভাবে শীর্ষে রয়েছেন।

ঢাকা মোহামেডানের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল, লিওনাইনের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম, ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ, মোঃ শরীফ হোসেন ও এস,এম, স্মরন, তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী, গোল্ডেন স্পোর্টিংয়ের আব্দুল্লাহ আল সাইফ ও ইকরামুল হক সিয়াম, জাতীয় জুনিয়র চ্যাম্পিয়ন বসির মেমোরিয়ালের অভিক সরকার শীর্ষে রয়েছেন।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, ১৩ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।