ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আল সাদের হয়ে জাভির অভিষেক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আল সাদের হয়ে জাভির অভিষেক ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ কিংবদন্তি জাভি হার্নান্দেজের অভিষেক ম্যাচে বড় জয় পেয়েছে কাতারের আল সাদ ক্লাব। সাবেক বার্সেলোনা তারকার নৈপুণ্যে আল মেসাইমিরকে ৪-০ গোলে বিধ্বস্ত করে গত আসরের রানার্সআপরা।



এ মৌসুমেই ২৪ বছরের বার্সা অধ্যায়ের ইতি টেনে কাতারে পাড়ি জমান জাভি। ট্রেবল জিতে ন্যু ক্যাম্প থেকে রাজকীয় বিদায় নেন ৩৫ বছর বয়সী এ মিডফিল্ডার।

কাতার স্টারস লিগের অভিষেক ম্যাচটা স্মরণীয় করে রাখেন জাভি। খেলা শুরুর ৯ মিনিটে চিরচেনা ট্রেডমার্ক ফ্রি-কিকে স্বাগতিকদের লিড এনে দেন। গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট করেন। দলের হয়ে হ্যাটট্রিক করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড লুইজ মারিকুই।

জাভির অভিষেক ম্যাচে গ্যালারি ছিল অনেকটা দর্শকশূন্য। অবশ্য, কাতারি লিগে এ ‍আর নতুন কি! তবে সবচেয়ে বড় কথা হচ্ছে, ফাকা গ্যালারিতে জাভির খেলার অভিজ্ঞতা আগে কখনো হয়েছিল কিনা সন্দেহ!

বাংলাদেশ সময়: ১২০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।