ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

প্রাথমিক বাছাইয়ে ৪১ ফুটবলার

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৪, ২০১৫
প্রাথমিক বাছাইয়ে ৪১ ফুটবলার ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের অভিযান গত জুনে শুরু করেছিল বাংলাদেশ। স্বপ্নের বিশ্বমঞ্চের টিকিট পাওয়ার অর্ধমিশনে লোডভিক ডি ক্রুইফের দায়িত্বে উল্লেখযোগ্য তেমন পারফরম্যান্স করতে পারেনি লাল-সবুজরা।

ডাচ কোচের ব্যর্থতার গ্লানি মুছে দেয়ার ছক এখন ভাবী কোচ ফ্যাবিও লোপেজের মস্তিষ্কে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ফুটবলের ইতালিয়ান অধ্যায়। সে লক্ষ্যে সোমবার (১৪ সেপ্টেম্বর) ৪১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে নির্বাচক কমিটি। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে ঘোষিত বিশাল এই স্কোয়াড নিয়ে মঙ্গলবার আনুষ্ঠানিক যাত্রা শুরু করবেন লোপেজ।

অস্ট্রেলিয়া ও জর্ডান ম্যাচের চিত্রনাট্য শুধুই দুঃস্মৃতিতে ভোগাবে বাংলাদেশকে। দুঃসময়ের এই ক্রান্তিকাল দূর করতে পরবর্তী ম্যাচগুলোতে চাতকপাখির চোখ বাংলাদেশের প্রধান কোচ লোপেজের।

আগামী ১৩ অক্টোবর কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচটিতে ইতালিয়ান কোচের প্রথম পরীক্ষা। অগ্নিপরীক্ষা উৎড়াতে চূড়ান্ত দল নির্বাচনের অপেক্ষায় লোপেজ। কিরগিজদের বিপক্ষে কার্যত ফুটবলার যাচাই-বাছাইয়ে নামতে হচ্ছে নবাগত কোচকে। স্বল্প সময়ের এই ব্যস্তসূচিতে কোচের যেমন দম ফেলার সুযোগ নেই,  তেমন ফুটবলাররা পাচ্ছেন না পর্যাপ্ত বিশ্রাম। পুরনো সেনাদের সঙ্গে তারুণ্যের সমন্বয়ে এবারের প্রাথমিক দল।

লোপেজের দলে ঠাঁই পাওয়া এই ৪১ জন অনুশীলনপর্বের আগে মঙ্গলবার বাফুফে ভবনে ম্যানেজার আমিরুল ইসলাম বাবুর কাছে রিপোর্ট করার কথা।

প্রাথমিক তালিকা :
মামুনুল, শহিদুল সোহেল, হিমেল, নাসির চৌধুরী, রায়হান, ইয়াসিন, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোনায়েম রাজু, লিঙ্কন, তকলিস, কেস্ট কুমার, সাখাওয়াত রনি, মিশু, রাসেল মাহমুদ, তপু বর্মণ, হেমন্ত ভিনসেন্ট, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, ওয়ালি ফয়সাল, রেজাউল রেজা, মো. রুমান, জুয়েল রানা, তৌহিদুল সবুজ, আশরাফুল ইসলাম, মাশুক মিয়া, নাসিরুল ইসলাম, ওয়াহেদ, কোমল, শাহেদুল আলম সিনিয়র, শাহেদুল আলম জুনিয়র, সজিব, ইমন, শাকিল, রাশেদ মনি, ইমতিয়াজ জিতু, ফয়সাল মাহমুদ, এনামুল হক, নবীব নেওয়াজ জীবন এবং সোহেল মিয়া।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, ১৪ সেপ্টেম্বর ২০১৫
আরএসএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।