ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

শুরু হচ্ছে ফুটবল পাগলদের রোমাঞ্চ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
শুরু হচ্ছে ফুটবল পাগলদের রোমাঞ্চ

ঢাকা: চার মাস বিরতির পর আজ আবার ইউরোপিয়ান চ্যাম্পিয়নস লিগের পর্দা উঠছে। দীর্ঘ প্রতিক্ষার পর আবারও ফিরছে ফুটবল পাগলদের রোমাঞ্চ।

ইউরোপিয়ান ফুটবলে শ্রেষ্ঠত্বের লড়াই দেখতে শুরু হয়ে যাবে বিশ্বফুটবলের সঙ্গে তাল রেখে বাংলাদেশের ফুটবল পাগলদের রাত জাগা।

প্রতিযোগিতার উদ্বোধনী দিনেই মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাতলেতিকো মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, পিএসজি আর জুভেন্টাসের মতো শিরোপার স্বাদ নিতে চাওয়া ফেভারিট দলগুলো।

বাংলাদেশ সময় রাত পৌনে একটায় শুরু হবে সবগুলো ম্যাচ।

আজ রাতে পিএসজির মুখোমুখি হবে মালমো, রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে শাখতার দোনেস্ক, পিএসভির মুখোমুখি হবে ম্যানচেস্টার ইউনাইটেড, উলফসবার্গের বিপক্ষে নামবে সিএসকেএ মস্কো, অ্যাতলেতিকো মাদ্রিদের প্রতিপক্ষ গ্যালাতাসারে, বেনফিকার বিপক্ষে খেলবে আসটানা, ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে জুভেন্টাস আর সেভিয়ার প্রতিপক্ষ মনশেনগ্লাডবাখ।

নতুন মৌসুমের শুরুতে পূর্বের কালো ছায়া পড়েছিল রিয়াল মাদ্রিদের ওপর। স্প্যানিশ লা লিগায় স্পোর্টিং গিজনের সঙ্গে গোলশূন্য ড্র করে দলটি। তবে চেনা রুপে ফিরতে সময় লাগেনি গ্যালাকটিকোদের। পরের দুই ম্যাচে প্রতিপক্ষের ওপর ভয়ঙ্কর আক্রমণ। ফলাফল দুই ম্যাচে ১১-০। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে শাখতার দোনেস্কের মুখোমখি হতে যাচ্ছে রিয়াল। আর এ ম্যাচে ইউক্রেনিয়ান দলটিকে দুমড়ে-মুচড়ে দিতে কঠোর অনুশীলনে করছে রাফায়েল বেনিতেজের অধীনে দলটি। চ্যাম্পিয়নস লিগের সর্বোচ্চ ১০বার বিজয়ী দল রিয়াল।

এক বছর বিরতি দিয়ে আবারো ইউরোপ সেরার আসরে ফিরেছে ইংলিশ জায়ান্ট দল ম্যানচেস্টার ইউনাইটেড। এছাড়া কয়েক বছর বিরতি দিয়ে ফিরেছে স্প্যানিশ ক্লাব সেভিয়া।

তবে, দিনের হাইভোল্টেজ ম্যাচ ধরা হচ্ছে ম্যানচেস্টার সিটি-জুভেন্টাস ম্যাচটিকে। ইংলিশ জায়ান্ট ম্যানসিটি নতুন মৌসুমটি শুরু করেছে দারুণভাবে। ইংলিশ লিগের ৫টি ম্যাচ খেলে ৫টিতেই জয় তুলে নিয়েছে তারা। ছন্দে ফিরতে সময় নেবে না ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস। যদিও মৌসুমের প্রথম তিনটি ম্যাচের একটিতেও জয় পায়নি তারা। গতবারের রানার্সআপ জুভিরা এবারো শিরোপার দাবী নিয়ে মাঠে নামবে। তবে, ছেড়ে কথা বলবে না গতবার দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেওয়া ম্যানসিটি।

এছাড়া মাঠে নামছে ফরাসি চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন (পিএসজি)। তুরস্কদের ক্লাব গ্যালাতাসারে নামছে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে। গতবার সুবিধা করতে না পারলেও এবার অ্যাতলেতিকোর কোচ দিয়েগো সিমিওন চোখ রাখছেন শিরোপায়।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।