ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মেসি-রোনালদোর কাতারে ইব্রা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মেসি-রোনালদোর কাতারে ইব্রা ছবি : সংগৃহীত

ঢাকা: সাত বছর ধরে বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার ব্যালন ডি’অর লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর দখলে। এ দু’জনের সঙ্গে কী জ্লাতান ইব্রাহিমোভিচের তুলনা মানায়! কিন্তু, অ্যাঙ্গেল ডি মারিয়ার মতে, দক্ষতার দিক থেকে মেসি-রোনালদোর সমান পারদর্শী ইব্রা।



রিয়াল মাদ্রিদে থাকাকালীন রোনালদোর সঙ্গে ডি মারিয়ার কম্বিনেশনটা ছিল দুর্দান্ত। অন্যদিকে, মেসি তো তার দীর্ঘ দিনের জাতীয় দল সতীর্থ। আর এ মৌসুমেই ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে প্যারিস সেইন্ট জার্মেইয়ে (পিএসজি) পাড়ি জমানোয় ইব্রাকেও সতীর্থ হিসেবে পান। তাই সুইডিশ তারকার ফুটবল প্রতিভা খুব কাছ থেকেই দেখছেন ডি মারিয়া।

এক সাক্ষাৎকারে ডি মারিয়া বলেন, ‘সবাই জানে ‍আমি মেসি, রোনালদো, রুনির পর এবার ইব্রাহিমোভিচের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। সত্য কথা বলতে, ইব্রার দক্ষতা ও তার মুভমেন্ট দেখে আমি মুগ্ধ। এদিক থেকে সে মেসি ও রোনালদোর সমতুল্য। ’

পিএসজির ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তিকেও প্রশংসায় ভাসান ডি মারিয়া। ‘ভেরাত্তি চমৎকার খেলোয়াড়। সে এখনো খুবই তরুণ। প্রতিভা কাজে লাগিয়ে অনেক দূর যেতে পারবে। মিডফিল্ড‍ার হিসেবে তার সেরাদের কাতারে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ’

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।