ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নেইমার ইস্যুতে বিপাকে বার্তোমেউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
নেইমার ইস্যুতে বিপাকে বার্তোমেউ ছবি : সংগৃহীত

ঢাকা: দীর্ঘদিন ধরেই নেইমারের ট্রান্সফার ইস্যু নিয়ে জটিলতায় ভুগছেন বার্সেলোনা প্রেসিডেন্ট জোসেফ মারিয়া বার্তোমেউ। সঙ্গে রয়েছেন সাবেক ক্লাব প্রেসিডেন্ট সান্দ্রো রোসেল।

ঠিক কী পরিমান অর্থের বিনিময়ে নেইমারকে দলে ভেড়ানো হয়েছে তা নিয়েই যত বিপত্তি।

বার্সার দাবি অনুযায়ী, ২০১৩ সালে ৫৭.১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান নেইমার। কিন্তু, পরবর্তীতে বিশ্বমিডিয়ায় উঠে অাসে, ব্রাজিলিয়ান তারকার ট্রান্সফার অঙ্ক নিয়ে লুকোচুরি খেলছে কাতালানরা। যার দায়টা তৎকালীন ক্লাব প্রেসিডেন্ট রোসেল ও ভাইস প্রেসিডেন্ট বার্তোমেউর ওপর বর্তায়। এর জের ধরেই গত বছরের জানুয়ারিতে পদত্যাগ করেন রোসেল।

এদিকে, নেইমার ইস্যুতে লিখিত বক্তব্য দেওয়ার জন্য বার্তোমেউ ও রোসেলকে নির্দেশ দিয়েছেন বার্সেলোনার আদালত। স্প্যানিশ গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায়, মাদ্রিদে অবস্থিত স্পেনের জাতীয় কোর্টের অধীনে তদন্তকাজ পরিচালিত হলেও তা এখন বার্সেলোনার আদালতে স্থানান্তর করা হয়েছে।

সম্প্রতি বার্তোমেউ ইঙ্গিত দিয়েছিলেন, অচিরেই মামলার নিষ্পত্তি ঘটবে। কিন্তু, ব্যাপারটি এখন আরো ঘোলাটে হয়ে গেল! জানা যায়, ‍২০ দিনের মধ্যে আদালতের নিকট লিখিত বিবৃতি জমা দিতে হবে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।