ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মেহেদী হাসান অপরাজিত চ্যাম্পিয়ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
মেহেদী হাসান অপরাজিত চ্যাম্পিয়ন ছবি : সংগৃহীত

ঢাকা: টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এবং বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অনুষ্ঠিত টাঙ্গাইল আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতায় লিওনাইন চেস ক্লাবের ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগ ৮ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) টাঙ্গাইল প্রেস ক্লাবের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে অষ্টম তথা শেষ রাউন্ডে তিনি তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হন।



এদিকে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল সাড়ে ৬ পয়েন্ট নিয়ে রানারআপ হয়েছেন। বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম তৃতীয়, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল-সাইফ চতুর্থ, বাংলাদেশ নৌবাহিনীর ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ পঞ্চম, তিতাস ক্লাবের ফিদে মাস্টার দেবরাজ চ্যাটার্জী ষষ্ঠ, গোল্ডেন স্পোর্টিং ক্লাবের ইকরামুল হক সিয়াম সপ্তম এবং বাংলাদেশ নৌবাহিনীর এস এম স্মরন অষ্টম হয়েছেন।

টুর্নামেন্টে নবম হতে চতুর্দশ স্থান পেয়েছেন যথাক্রমে বসির মেমোরিয়ালের অভিক সরকার, নৌবাহিনীর মাহতাবউদ্দিন আহমেদ, নৌবাহিনীর মোঃ শরীফ হোসেন, শওকত বিন ওসমান, প্রদীপ সংঘের মতিউর রহমান মামুন ও ভারতের অভিষেক সরকার।

খেলা শেষে টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক আনোয়ার হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক সৃষ্টি শিক্ষা পরিবারের চেয়ারম্যান ডঃ শরিফুল ইসলাম রিপন, বাংলাদেশ দাবা ফেডারেশনের সহ-সভাপতি সৈয়দ শাহাবউদ্দিন শামীম, বাংলাদেশ দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক ও টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এ হাসান ফিরোজ।

পাঁচদিন ব্যাপী ৮ রাউন্ড সুইস লিগ পদ্ধতিতে অনুষ্ঠিত এ আসরে বাংলাদেশ ও ভারতের ৮১ জন খেলোয়াড় প্রতিদ্বন্দ্বিতা করেন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।