ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কোচ: মামুনুল

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৫, ২০১৫
চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন কোচ: মামুনুল ছবি : সংগৃহীত

ঢাকা: রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের ধকলটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। গুটি কয়েক দিনের বিশ্রামের পর ফের নতুন অভিযানে মামুনুল বাহিনী।

এবারের মিশন অক্টোবরের কিরগিজস্তান ও তাজিকিস্তান ম্যাচ।

ফুটবলারদের যেমনি দম ফেলার সুযোগ নেই তেমনি নবাগত কোচ ফ্যাবিও লোপেজের কাছে প্রতেক্যটা দিনই আলাদা গুরুত্ব বহন করছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফুটবলারদের রিপোর্টিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছেন ইতালিয়ান এ কোচ।

৫ দিন ব্যাপী অনুশীলনের প্রাথমিক বাছাইয়ে ডাক পাওয়া খেলোয়াড়দের যাচাই করে তালিকাটা চূড়ান্ত করতে হচ্ছে লোপেজকে। ভাবী কোচ, চূড়ান্ত বাছাই, জাতীয় দলে তার লক্ষ্য, সুযোগ-সুবিধা এসব প্রসঙ্গে কথা হলো দলনেতা মামুনুল ইসলামের সঙ্গে।

তার বলা কথাগুলোর আংশিক বাংলানিউজের পাঠকদের জন্য উপস্থাপন করা হলো:

কোচ কি কড়া না বন্ধুত্বপূর্ণ?
মামুনুল : কঠিন মনে হচ্ছে না তাকে। হাস্যোজ্জ্বল ভঙ্গিতে কথা বলেছেন। তবে, কঠোর পরিশ্রমকে গুরুত্ব দেবেন তিনি।

কোন দিকটাতে গুরুত্ব দিচ্ছেন নতুন কোচ?
মামুনুল : কথা শুনে মনে হলো তিনি আমাদের চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন। মাঠে যারা পারফর্ম করতে পারবে তারাই চূড়ান্ত দলে অগ্রাধীকার পাবে। কোচের কাছে গুরুত্বপূর্ণ হল বাংলাদেশ এবং রেজাল্ট।

প্রাথমিক বাছাই সম্পর্কে তার ভাবনা কেমন?
মামুনুল : খুব স্বাভাবিক ভাবেই কথা বলেছেন তিনি। কথাবার্তায় স্বাভাবিক মনে হলেও নিয়মশৃঙ্খলায় কড়া মনে হচ্ছে তাকে। সবার সম্পর্কে জানতে চেষ্টা করেছেন। বাছাইয়ের ৪১ জন ফুটবলারই তার কাছে সমান।

ডি ক্রুইফকে মিস করছেন কিনা?
মামুনুল : আমাদের বাঙালির বৈশিষ্ট্য হলো আমরা যার সঙ্গে বেশিদিন থাকি তাকে মিস করি। আবেগের জায়গা থেকে বলতে চাইলে সত্যিই খারাপ লাগছে। বছর তিনেক ছিলেন ক্রুইফ। এ সময় অনেক কিছুই শিখতে পেরেছি। আশা করছি লোপেজের দায়িত্বেও আমাদের শিক্ষনীয় কিছু থাকবে।

নতুন কোচের রণকৌশল সম্পর্কে কিছু জানতে পেরেছেন?
মামুনুল : ফিটনেসের উপর জোড় দেয়ার কথা বলেছেন তিনি। মনে হচ্ছে আমাদের কাছ থেকে সেরাটা বের করে নেবেন কোচ। খেলোয়াড়দের কোয়ালিটি যাচাই করে তিনি ফর্মেশন তৈরি করবেন।

লোপেজের সঙ্গে খাপ খাওয়াতে সমস্যা হবে কি না?
মামুনুল : দলে থাকতে হলে পারফর্ম করে দেখাতে হবে। তবে এটা শুধু আমার একার জন্য নয়, সবার কাছেই বিষয়টা একই। সমন্বয় করে নিতে হবে আমাদের। আশা করছি লোপেজ-ক্রুইফ দু’জনের মধ্যে পার্থক্য হবে না। আমরা খাপ খাওয়াতে পারব।

ট্রেনার নিয়োগকে কিভাবে দেখছেন?
মামুনুল : এটা আমাদের জন্য খুবই ভালো যে আমাদের জন্য আবারো একটি শক্তিশালী কোচিং স্টাফ নিয়োগ দেওয়া হয়েছে। কোচ, সহকারী, ট্রেনার তারা সবাই একই দেশের।

যাওয়ার আগে ক্রুইফ কিছু বলেছেন?
মামুনুল : ক্রুইফ আমাদের অনেক সাপোর্ট দিয়েছিলেন। কিন্তু বিষয়টি একাইন্ত ম্যানেজমেন্টের সিদ্ধান্ত। এই ক্যাম্পে তার থাকার কথা ছিল। কিন্তু পরের দিনই তিনি আমাকে জানিয়েছেন বাফুফের সঙ্গে তার চুক্তির মেয়াদ শেষ। চলে যাচ্ছি তোমরা ভালো থেকো, দেশকে সেরাটা উপহার দিও। নতুন কোচকে সহাযোগিতা করবে। কারণ তার সঙ্গে খাপ খাইয়ে চলতে হবে।

মাত্র চার মাস। লোপেজের জন্য সময়টা কম হয়ে গেল না?
মামুনুল : আপনি উন্নতির জায়গা খুঁজতে গেলে চার মাস অনেক কম সময়। আশা করছি এই স্বল্প সময়েই লোপেজ নিজেকে মেলে ধরতে পারবেন।

লোপেজের কাছে প্রত্যাশা কি?
মামুনুল : আমাদের কাছে মনে হচ্ছে এটা একটা চ্যালেঞ্জের মতো। প্রাথমিক বাছাই থেকে ২৩ জনের চূড়ান্ত দল গঠন করবেন তিনি। কাজেই টিকে থাকতে হলে আমাদের পারফর্ম করতে হবে। এটা এখন নতুন শুরু।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, ১৫ সেপ্টেম্বর ২০১৫
আরএসএল/এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।