ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ডি মারিয়া নৈপুণ্যে পিএসজির প্রত্যাশিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ডি মারিয়া নৈপুণ্যে পিএসজির প্রত্যাশিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: সুইডিশ ক্লাব মালমোর বিপক্ষে জয় দিয়ে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করেছে প্যারিস সেইন্ট জার্মেই। ২-০ গোলের প্রত্যাশিত জয় পায় ফরাসি চ্যাম্পিয়নরা।

পিএসজির হয়ে অভিষেক গোল করেন অ্যাঙ্গেল ডি মারিয়া। পুরো ম্যাচেই দুর্দান্ত পারফর্ম করেন আর্জেন্টাইন তারকা। এর মধ্য দিয়ে হয়তো ম্যানইউর কোচ লুইস ফন গালকেও একটা জবাব দেন ২৭ বছর বয়সী এ মিডফিল্ডার!

জ্লাতান ইব্রাহিমোভিচের জন্য ম্যাচটি খানিকটা আবেগের। কারণটি আর কিছুই না। শৈশবের ক্লাবের বিপক্ষে মাঠে নেমে কিছুটা স্মৃতিকাতর হয়ে পড়েন সুইডিশ তারকা!

প্যারিসে খেলা শুরু হওয়ার চার মিনিটেই ডি মারিয়া ম্যাজিক। মার্কো ভেরাত্তির বাড়ানো বলে বিদ্যুৎ গতিতে ডি-বক্সে ঢুকে অসাধারণ ফিনিশিং। এক কথায় চোখ ধাঁধানো গোল।

এডিনসন কাভানির গোলে লিড দ্বিগুন করে স্বাগতিকরা। ৬১ মিনিটে ইব্রার অ্যাসিস্টে হেডে বল জালে জড়ান উরুগুইয়ান স্ট্রাইকার। ব্যবধানটা আরো বাড়তে পারত। কিন্তু, বেশ কয়েকটি সংঘবদ্ধ  আক্রমণ করেও সফলতার মুখ দেখেনি লঁরা ব্লাঁর শিষ্যরা।

পুরো ম্যাচে পিএজজির আক্রমণাত্মক ফুটবলের সামনে দাঁড়াতেই পারেনি মালমো। ডিফেন্স সামলাতে হিমশিম খাওয়ায় তারা গোল করার তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি। ২৫ শতাংশ বল দখলে রেখে ছয়টি প্রচেষ্টায় গোলমুখে একটিমাত্র শট নেয় সুইডিশ চ্যাম্পিয়নরা।

গ্রুপ ‘এ’র পরবর্তী ম্যাচে ইউক্রেনের শাখতার দোনেস্কের মুখোমুখি হবে পিএসজি। ৩০ সেপ্টেম্বর (বুধবার) বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৪০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।