ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইনজুরিতে বেল-ভারান-রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
ইনজুরিতে বেল-ভারান-রামোস ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে চ্যাম্পিয়নস লিগে নিজেদের প্রথম ম্যাচেই দাপুটে জয় পায় রিয়াল মাদ্রিদ। তবে ইউক্রেনের শাখতার দোনেস্ককে ৪-০ গোলে বিধ্বস্ত করলেও স্প্যানিশ জায়ান্টদের জন্য বড় দুঃসংবাদ বয়ে আনল ইনজুরি।

এ ম্যাচে দলের তিন সেরা তারকা গ্যারেথ বেল, সার্জিও রামোস ও রাফায়েল ভারান ইনজুরির কারণে মাঠ ছাড়েন।

পায়ের ইনজুরিতে ভোগেন বেল। বার্নাব্যুতে খেলা শুরুর ৩১ মিনিটেই ওয়েলস তারকার বদলি হিসেবে মাঠে নামেন অস্ট্রিয়ান মিডফিল্ডার ম্যাতিও কোভাচিচ। বর্তমানে রিয়ালের মেডিকেল টিমের তত্ত্ববধানে রয়েছেন বেল। লা লিগায় ১৯ সেপ্টেম্বর গ্রানাডার বিপক্ষে তিনি খেলতে পারবেন কিনা তা এখনো নিশ্চিত নয়।

অন্যদিকে, অ্যাঙ্কেল (পায়ের গোড়ালি) ইনজুরি আক্রান্ত হওয়ায় দ্বিতীয়ার্ধের শুরুতেই ফ্রেঞ্চ ডিফেন্ডার ভারানের বদলি হিসেবে মাঠে নামেন পেপে। দলীয় অধিনায়ক রামোস কাঁধের ইনজুরিতে ভোগেন। ২৯ বছর বয়সী এ সেন্টার ব্যাক ৫৯ মিনিট পর্যন্ত মাঠে থাকেন। পরে তার জায়গায় খেলেন স্প্যানিশ ডিফেন্ডার নাচো ফার্নান্দেজ।

এ দু’জনের ইনজুরির বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানায়নি রিয়াল। তাই পরবর্তী ম্যাচে তারা ফিরবেন নাকি মাঠের বাইরে থাকবেন তাও নিশ্চিত নয়।

দুর্দান্তভাবে মৌসুম শুরু করেন বেল। রিয়াল বেটিসের বিপক্ষে ৫-০ গোলের জয়ে জোড়া গোল করেন ২৬ বছর বয়সী এ উইঙ্গার। এসপানিওলকে ৬-০ গোলে বিধ্বস্ত করার রাতে রোনালদোর পাঁচ গোলের তিনটিই আসে বেলের পাস থেকে। কিন্তু, ইনজুরিতে পড়ে এখন আপাতত মাঠের বাইরে ওয়েলস তারকা।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।