ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মেসির মাইলফলকের ম্যাচে মাঠে নামছে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
মেসির মাইলফলকের ম্যাচে মাঠে নামছে বার্সা ছবি : সংগৃহীত

ঢাকা: রোমার বিপক্ষে মাঠে নামলেই চ্যাম্পিয়নস লিগে নিজের শততম ম্যাচের মাইলফলক স্পর্শ করবেন লিওনেল মেসি। বুধবার (১৬ সেপ্টেম্বর) গ্রুপ ‘ই’র প্রথম ম্যাচে ইতালিয়ান পরাশক্তির মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা।

রোমার অলিম্পিকো স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায়

অন্যদিকে, পুরোনো ক্লাবের মুখোমুখি হবেন বার্সা কোচ লুইস এনরিক। ২০১১-১২ মৌসুমে তিনি রোমার কোচের দায়িত্বে ছিলেন। দীর্ঘদিন পর ‍আবারো ইতালিতে ফিরছেন। রোমা ছেড়ে স্প্যানিশ ক্লাব সেল্টা ভিগোর কোচ হয়েছিলেন এনরিক। সেখানেও এক বছর কাটিয়ে বার্সার কোচের দায়িত্ব নিয়েই বাজিমাত করেন এ স্প্যানিশ কোচ। তার অধীনে থেকে গত মৌসুমে ট্রেবল জয় করে কাতালানরা।

গত মাসের শুরুতে প্রাক মৌসুম প্রস্তুতিতে রোমার বিপক্ষে খেলেছিল বার্সা। ন্যু ক্যাম্পে হুয়ান গাম্পার ট্রফির ম্যাচটিতে ৩-০ গোলের দাপুটে জয় পায় স্প্যানিশ জায়ান্টরা। কিন্তু, চ্যাম্পিয়নস লিগের প্রেক্ষাপটটা ভিন্ন। তার ওপর প্রতিপক্ষের মাঠে খেলা। তাই ফেভারিট তকমা পেলেও কাতালানদের জন্য ম্যাচটি মোটেই সহজ হবে না।

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত ৯৯ ম্যাচে ৭৭টি গোল করেছেন মেসি। মাইলফলকের ম্যাচটি আর্জেন্টাইন তারকা নিশ্চয়ই স্মরণীয় করে রাখতে চাইবেন। এমনটি ঘটলে রোমার সামনে যে দুঃস্বপ্ন অপেক্ষা করছে তা আর বলার অপেক্ষা রাখে না!

এদিকে, রোমার হয়ে সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে তিনশ গোলের মাইলফলকের সামনে ইতালিয়ান কিংবদন্তি ফ্রান্সেসকো টট্টি। এখন পর্যন্ত ৭৪৪ ম্যাচে ২৯৯টি গোল করেছেন ৩৮ বছর বয়সী এ ফরোয়ার্ড।

ইনজুরির কারণে বার্সার হয়ে এ ম্যাচে খেলতে পারছেন না গোলরক্ষক ক্লদিও ব্রাভো, দুই ডিফেন্ডার থমাস ভার্মেইলেন ও দানি আলভেজ। অন্যদিকে, জেরার্ড পিকে ঘরোয়া লিগে চার ম্যাচের নিষেধাজ্ঞায় থাকলেও তার ইউরোপিয়ান ক্লাব শ্রেষ্ঠত্বের আসরে খেলতে বাধা নেই। অপরদিকে, পায়ের ইনজুরিতে ভোগায় দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার ‍মিরালেম পিজানিককে ছাড়াই মাঠে নামবে রোমা।

দীর্ঘ ১৩ বছর পর চ্যাম্পিয়নস লিগে মুখোমুখি হবে বার্সা-রোমা। ২০০২ সালে দু’দলের মধ্যকার দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। সে ম্যাচে বার্সার মিডফিল্ড সামলান বর্তমান কোচ এনরিক।

সব ধরণের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানে কিছুটা পিছিয়ে বার্সা। পাঁচ ম্যাচের চারটিতেই জয় পায় রোমা। শুধুমাত্র ২২ আগস্ট হেলাস ভেরোনার বিপক্ষে লিগ ম্যাচটি ১-১ গোলে ড্রয়। স্প্যানিশ ক্লাব সেভিয়া ও ভ্যালেন্সিয়ার বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচই জিতে নেয় ইতালিয়ান জায়ান্টরা।

লা লিগায় এ মৌসুমে তিন ম্যাচেই জয় পেলেও এর আগে স্প্যানিশ সুপার কাপে অ্যাথলেতিক বিলবাওয়ের কাছে অসহায় আত্মসমর্পণ করে কাতালানরা। ১৫ আগস্ট প্রথম লেগে ৪-০ গোলে বিধ্বস্ত হওয়ার পর ঘরের মাঠে ফিরতি পর্বের ম্যাচে কোনোরকম ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে এনরিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২০০১ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।