ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

দাপুটে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চেলসির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
দাপুটে জয়ে চ্যাম্পিয়নস লিগ শুরু চেলসির ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগের হতাশা কাটিয়ে চ্যাম্পিয়নস লিগে স্বরুপে ফিরেছে চেলসি। বেলজিয়ান তারকা এডেন হ্যাজার্ড পেনাল্টি মিস করলেও ব্লুজদের গোল উৎসবে ভাটা পড়েনি।

গ্রুপ ‘জি’র ম্যাচে ইসরাইলি ক্লাব মাকাবি তেল আভিভকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে হোসে মরিনহোর শিষ্যরা।

ঘরোয়া লিগে সময়টা ভালো যাচ্ছে না চেলসির। এখন পর্যন্ত পাঁচ ম্যাচের তিনটিতেই হার মানে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। কিন্তু, চ্যাম্পিয়নস লিগ মিশন দুর্দান্তভাবেই শুরু করল ব্লুজরা। ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে খেলা শুরুর ৬ মিনিটেই পেনাল্টি পায় স্বাগতিকরা। কিন্তু, স্পট কিক থেকে অবিশ্বাস্যভাবে গোলবারের উপর দিয়ে বল পাঠান হ্যাজার্ড।

তবে ১৫ মিনিটের মাথায় উইলিয়ানের গোলে লিড নেয় চেলসি। কিন্তু আট মিনিট পরই হ্যামস্ট্রিং ইনজুরির কারণে মাঠ ছাড়েন ২৭ বছর বয়সী এ ব্রাজিলিয়ান মিডফিল্ডার। তার বদলি হিসেবে নামেন স্প্যানিশ স্ট্রাইকার দিয়েগো কস্তা।

প্রথমার্ধের ইনজুরি সময়ে পেনাল্টি থেকে অস্কারের গোলে লিড দ্বিগুন করে স্বাগতিকরা। ৫৮ মিনিটে দুই স্প্যানিশ তারকার নৈপুণ্যে ব্যবধান বাড়িয়ে ৩-০ তে নেয় ব্লুজরা। মিডফিল্ডার সেস ফ্যাব্রিগাসের ক্রসে দুর্দান্ত ভলিতে বল জালে জড়ান কস্তা। নির্ধারিত সময়ের ১২ মিনিট আগে চেলসির হয়ে চার নম্বর গোলটি করেন ফ্যাব্রিগাস।

পুরো ম্যাচে গোল পরিশোধ করার তেমন কোনো সুযোগই তৈরি করতে পারেনি তেল আভিভ। ৩৮ শতাংশ বল দখলে রেখে পাঁচটি প্রচেষ্টায় গোলমুখে মাত্র ১টি শট নেয় ইসরাইলি চ্যাম্পিয়নরা। অন্যদিকে, রেফারি শেষ বাঁশি বাজালে প্রত্যাশিত জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়েন হ্যাজার্ড-অস্কার-ফ্যাব্রিগাসরা।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে স্বাগতিক পোর্তোর মুখোমুখি হবে চেলসি। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৩২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।