ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জিরুদের লাল কার্ডে আর্সেনালের হার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
জিরুদের লাল কার্ডে আর্সেনালের হার ছবি: সংগৃহীত

ঢাকা: চ্যাম্পিয়নস লিগের শুরুতেই হোঁচট খেল আর্সেনাল। গ্রুপ ‘এফ’র ম্যাচে ক্রোয়েশিয়ান ক্লাব ডায়নামো জাগরেবের বিপক্ষে ২-১ গোলে হেরে গেছে ইংলিশ জায়ান্টরা।

প্রথমার্ধের ৪০ মিনিটে অলিভার জিরুদের লাল কার্ডে দশজনের দলে পরিণত হয় গানাররা। তার ওপর চ্যাম্বারলিনের আত্মঘাতী গোলে শুরুতেই পিছিয়ে পড়ে আর্সেনাল।

জাগরেবের মাকসিমির স্টেডিয়ামে খেলা শুরুর ২৪ মিনিটের মাথায় স্বাগতিকদের গোল উপহার দেয় আর্সেনাল। আত্মঘাতী গোল করে বসেন ইংলিশ স্ট্রাইকার অ্যালেক্স অক্সলেড চ্যাম্বারলিন। গানারদের জন্য মরার ওপর খাঁড়ার ঘা হয়ে ওঠে জিরুদের লাল কার্ড। ৪০ মিনিটের মাথায় প্রতিপক্ষের খেলোয়াড়কে ট্যাকল করে দ্বিতীয় হলুদ কার্ডের আওতায় পড়েন ২৮ বছর বয়সী এ ফ্রেঞ্চ স্ট্রাইকার।

দশজনের দলে পরিণত হলেও দ্বিতীয়ার্ধে আক্রমণের গতি বাড়ায় গানাররা। কিন্তু, ৫৮ মিনিটে জাগরেবের হয়ে লিড দ্বিগুন করেন চিলিয়ান স্ট্রাইকার জুনিয়র ফার্নান্দেজ। এতেই ম্যাচ থেকে অনেকটা ছিটকে যায় আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। তবে ৭৯ মিনিটে অ্যালেক্স সানচেজের পাসে একটি গোল পরিশোধ করেন ইংলিশ স্ট্রাইকার থিও ওয়ালকট।

বল দখলের লড়াইয়ে কিন্তু আর্সেনালই এগিয়ে ছিল। ৬১ শতাংশ বল নিজেদের নিয়ন্ত্রণে রেখে বেশ কয়েকটি সংঘবদ্ধ আক্রমণ চালায় ইংলিশ জায়ান্টরা। তবে দিনটি মনে গানারদের পক্ষে ছিল না। নইলে কেনই বা তাদের আত্মঘাতী গোলের পাশাপাশি লাল কার্ডের বোঝাও সইতে হবে!

নির্ধারিত সময়ের আগ পর্যন্ত ম্যাচে সমতা আনার জোর প্রচেষ্টা চালালেও স্বাগতিকদের ডিফেন্স দেয়াল আর ভাঙতে পারেনি আর্সেনাল। তাই ম্যাচ শেষে হতাশাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়েন সানচেজ-মেসুত ওজিলরা।

২৯ সেপ্টেম্বর (মঙ্গলবার) গ্রুপ পর্বের পরবর্তী ম্যাচে গ্রীসের অলিম্পিক পাইরেসের মুখোমুখি হবে আর্সেনাল। বাংলাদেশ সময় দিবাগত রাত পৌনে ১টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ০৪০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।