ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চলে গেলেন ব্রাজিলের কিংবদন্তি ভক্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
চলে গেলেন ব্রাজিলের কিংবদন্তি ভক্ত ছবি: সংগৃহীত

ঢাকা: ব্রাজিলের ফুটবলের বিখ্যাত সমর্থক ক্লোভিস ‍অ্যাকোস্তা ফার্নান্দেজ আর নেই। ৬০ বছর বয়সে তিনি ইন্তিকাল করেন।

ফুটবল বিশ্বে তাকে ‘গাউচো দা কোপা’ নামেও ডাকা হয়।

সাম্প্রতিক বছরগুলোতে সেলেকাও ফুটবলের সঙ্গে সমার্থক হয়েছিলেন ফার্নান্দেজ। তিনি বিশ্বব্যাপী সাতটি বিশ্বকাপে মাঠে গিয়ে ব্রাজিলিয়ানদের সমর্থন দিয়েছিলেন। এছাড়া পৃথিবীর অন্তত ৬০টি দেশে গিয়ে তিনি ব্রাজিলের খেলা দেখেছেন। তবে ক্যান্সারের কারণে দুঃখজনক মৃত্যু হয় তার।

২০১৪ বিশ্বকাপে ফার্নান্দেজের সবচেয়ে আইকনিক মুহূর্তটি লক্ষ্য করা যায়। সেমিফাইনালে যখন নেইমাররা জার্মানির কাছে বিধ্বস্ত হয় তখন অঝোরে কেঁদে ফেলেন তিনি। আর ম্যাচে ব্রাজিলের হারের পর তিনি এক জার্মান সমর্থককে নিজের রেপ্লিকা ট্রফিটি উপহার দেন।

সদা হাসিমুখে থাকা ফার্নান্দেজ ছিলেন বন্ধু ও ভদ্রতা সম্পন্ন একজন সমর্থক। ১৯৯০ থেকে ব্রাজিলের ফুটবল খেলা মাঠে গিয়ে সমর্থন জানানো এই কিংবদন্তি ছয়টি কোপা আমেরিকা, চারটি কনফেডারেশনস কাপ ও একটি অলিম্পিক গেমসেও উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।