ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

লোপেজের অধীনে প্রথমবার মাঠে লাল-সবুজরা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
লোপেজের অধীনে প্রথমবার মাঠে লাল-সবুজরা ছবি: শোয়েব মিথুন/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাশিয়া বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচের ধকলটা এখনো পুরোপুরি কাটিয়ে উঠতে পারেনি বাংলাদেশ। গুটি কয়েক দিনের বিশ্রামের পর ফের নতুন অভিযানে মামুনুল বাহিনী।

এবারের মিশন অক্টোবরের কিরগিজস্তান ও তাজিকিস্তান ম্যাচ।

গত সপ্তাহে বিদায় নিয়েছেন ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। নতুন কোচ হিসেবে বাংলাদেশ দলে যাত্রা শুরু করেন ইতালিয়ান কোচ ফ্যাবিও লোপেজ।

ফুটবলারদের যেমনি দম ফেলার সুযোগ নেই তেমনি নবাগত কোচের কাছেও প্রতিটি দিনই আলাদা গুরুত্ব বহন করছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ফুটবলারদের রিপোর্টিংয়ের মধ্য দিয়ে বাংলাদেশ যাত্রা শুরু করেছেন ইতালিয়ান এ কোচ।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পাওয়া ফুটবলারদের নিয়ে নেমে পড়েলেন লোপেজ। প্রথম দিনের অনুশীলনে ছিলেন মামুনুলরা।

অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে ঘোষিত বিশাল স্কোয়াড নিয়ে যাত্রা শুরু করলেন লোপেজ।

৫ দিন ব্যাপী অনুশীলনের প্রাথমিক বাছাইয়ে ডাক পাওয়া খেলোয়াড়দের যাচাই করে তালিকাটা চূড়ান্ত করতে হবে লোপেজকে। প্রাথমিক দলে ডাক পেয়েছেন ৪১ জন ফুটবলার।

বিশ্বকাপ বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে আগামী ১৩ অক্টোবরের ম্যাচটি দিয়েই প্রথম মাঠে নামবেন এই ইতালিয়ান। নতুন মিশনে দল গুছিয়ে নিতে ফুটবলারদের বাজিয়ে দেখতে বৃহস্পতিবার সকালেই নেমে পড়েন লোপেজ।

লোপেজের অধীনে আপাতত ঢাকাতেই পাঁচ দিনের অনুশীলন চলবে। ফুটবলারদের পরখ করে দেখবেন নতুন কোচ। কোচিং স্টাফদের নিয়ে লোপেজ ২০ সেপ্টেম্বর থেকে বিকেএসপিতে শুরু করতে পারেন আবাসিক ক্যাম্প। জানা যায়, তখন ছোট হয়ে যাবে দল।

প্রাথমিক তালিকা :
মামুনুল, শহিদুল সোহেল, হিমেল, নাসির চৌধুরী, রায়হান, ইয়াসিন, ইয়ামিন মুন্না, জামাল ভূঁইয়া, সোহেল রানা, মোনায়েম রাজু, লিঙ্কন, তকলিস, কেস্ট কুমার, সাখাওয়াত রনি, মিশু, রাসেল মাহমুদ, তপু বর্মণ, হেমন্ত ভিনসেন্ট, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, ওয়ালি ফয়সাল, রেজাউল রেজা, মো. রুমান, জুয়েল রানা, তৌহিদুল সবুজ, আশরাফুল ইসলাম, মাশুক মিয়া, নাসিরুল ইসলাম, ওয়াহেদ, কোমল, শাহেদুল আলম সিনিয়র, শাহেদুল আলম জুনিয়র, সজিব, ইমন, শাকিল, রাশেদ মনি, ইমতিয়াজ জিতু, ফয়সাল মাহমুদ, এনামুল হক, নবীব নেওয়াজ জীবন এবং সোহেল মিয়া।

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।