ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

জাভির রেকর্ডে ভাগ বসালেন ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
জাভির রেকর্ডে ভাগ বসালেন ক্যাসিয়াস ছবি : সংগৃহীত

ঢাকা: উয়েফা চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ম্যাচ খেলে স্বদেশী জাভি হার্নান্দেজের রেকর্ডে ভাগ বসালেন ইকার ক্যাসিয়াস। পর্তুগিজ ক্লাব পোর্তোর হয়ে ডায়নামো কিয়েভের বিপক্ষে নিজের ১৫১তম ম্যাচ খেললেন এ অভিজ্ঞ গোলরক্ষক।



২০১৫-১৬ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের সঙ্গে ১৬ বছরের সম্পর্ক শেষে পোর্তোতে যোগ দেন ৩৪ বছর বয়সী ক্যাসিয়াস। আর চ্যাম্পিয়নস লিগে পোর্তোর হয়ে স্প্যানিশ অধিনায়কের এটি অভিষেক ম্যাচ। ক্যাসিয়াসের অভিষেক ম্যাচে ইউক্রেনিয়ান দলটির বিপক্ষে হুলেন লোপেটেগুইর শিষ্যরা ২-২ গোলে ড্র করে।

এর আগে গত মৌসুমে বার্লিনে ইউরোপ সেরার ফাইনালে বার্সার হয়ে ১৫১টি ম্যাচ খেলে রের্কড গড়েছিলেন জাভি। সেবার ফাইনালে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারিয়ে শিরোপা ঘরে তোলে কাতালানরা।

এদিকে চ্যাম্পিয়নস লিগে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ রয়েছে ক্যাসিয়াসের। কারণ পোর্তোয় বর্তমানে প্রথম গোলরক্ষক হিসেবে আছেন তিনি। আর গ্রুপপর্বে দলটি আরো পাঁচটি ম্যাচ খেলবে। তবে আপাতত সেই সুযোগ নেই জাভির সামনে। কারণ তিনি এখন ইউরোপের বাইরে কাতারের ক্লাব আল সাদের হয়ে খেলছেন।

বাংলাদেশ সময়: ১৫৪৩ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।