ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আগামীর ব্যালন ডি’অর জয়ী পগবা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আগামীর ব্যালন ডি’অর জয়ী পগবা ছবি : সংগৃহীত

ঢাকা: মেসি-রোনালদো যুগে অন্য কারো বিশ্বসেরা হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে। সাত বছর ধরে বর্ষসেরা খেলোয়াড়ের খেতাব ব্যালন ডি’অর এ দু’জনের দখলে।

ভবিষ্যতে সম্ভাব্য বিশ্বসেরা হওয়ার দৌড়ে ফুটবল বোদ্ধারা হয়তো ব্রাজিলিয়ান সেনসেশন নেইমারকেই এগিয়ে রাখবেন।

তবে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড কিংবদন্তি রিও ফার্নিনান্দের চোখে, পল পগবাই হবেন আগামীর ব্যালন ডি’অর জয়ী। ২০১১-১২ মৌসুমে ম্যানইউর হয়ে খেলার সময় ইংলিশ সেন্টার ব্যাক ফার্নিনান্দকে সতীর্থ হিসেবে পেয়েছিলেন পগবা। এ সুবাদে ২২ বছর বয়সী ফ্রেঞ্চ মিডফিল্ডারের পারফরম্যান্স তিনি খুব কাছ থেকেই দেখেছেন।

এক সাক্ষাৎকারে ফার্নিনান্দ বলেন, ‘আমার মতে, আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিশ্বের সেরা খেলোয়াড় হবে পগবা। ব্যালন ডি’অর জেতার আগ্রহই তাকে এ পর্যায়ে নিয়ে যাবে। তার মতো আত্মবিশ্বাসী ফুটবলার আমি খুব কমই দেখেছি। ’

পগবার ম্যানইউ ছাড়ার বিষয়টিও তুলে ধরেন ফার্নিনান্দ। ‘স্যার অ্যালেক্স ফার্গুসন চাইলে পগবাকে ওল্ড ট্রাফোর্ডে রেখে দিতে পারতেন। তাকে ক্লাব ছাড়ার কারণ জিজ্ঞেস করেছিলাম। সে বলেছিল, আমি বিশ্বসেরা খেলোয়াড় হতে চাই। কিন্তু, এখানে খেলার সুযোগ পাচ্ছি না। তাই নিয়মিত ম্যাচ খেলার জন্য ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছি। ’

২০১২ সালে ম্যানইউ ছেড়ে জুভেন্টাসে যোগ দেন পগবা। ধীরে ধীরে নিজেকে জুভিদের অপরিহার্য খেলোয়াড়ে পরিণত করেন। এ মৌসুমে আন্দ্রে পিরলো, কার্লোস তেভেজ ও আর্তুরো ভিদার ক্লাব ছাড়ায় ইতালিয়ান জায়ান্টদের ভরসার অপর নাম এখন পগবা। এখন পর্যন্ত ১৩৪ ম্যাচে ২৪টি গোল করেছেন উদীয়মান এ মিডফিল্ডার।

বাংলাদেশ সময়: ১৬২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।