ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

পপির ‘ডাবল ক্রাউন’ লাভ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৫
পপির ‘ডাবল ক্রাউন’ লাভ ছবি : সংগৃহীত

ঢাকা: এশিয়ান টেনিস ফেডারেশনের অনুমোদক্রমে বেঙ্গল প্লাস্টিকের পৃষ্ঠপোষকতায় আয়োজিত ‘বেঙ্গল প্লাস্টিক এশিয়ান অনূর্ধ্ব-১৪ সিরিজ টেনিস প্রতিযোগিতা ২০১৫’ এর দ্বিতীয় পর্বের খেলায় পপি আক্তার ‘ডাবল ক্রাউন’ লাভ করেছেন।

বালিকা এককের পর দ্বৈতেও পপি চ্যাম্পিয়ন হয়ে ডাবল ক্রাউন খেতাব পান।



বালিকা এককের ফাইনালে পপি ৪-৬, ৬-২, ৭-৫ গেমে ফাবিহা লামিসা সুচনাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এদিকে, বালিকা দ্বৈতের খেলায় পপি ও ইতি জুটি ৬-০, ৬-২ গেমে জলি ও তৃপ্তি জুটিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন।

এদিকে বালক এককের সেমিফাইনালে মো. ইসতিয়াক ৩-৬, ৬-৪, ৬-২ গেমে স্বাধীন হোসনকে, মেহেদী হাসান ৭-৫, ৩-৬, ৬-৪ গেমে নাইমুল ইসলামকে পরাজিত করে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন।

বালক দ্বৈতের সেমিফাইনালে ইসতিয়াক ও নাইমুর জুটি ৭-৫, ৬-২ গেমে মেহেদী ও সৈকত জুটিকে এবং হৃদয় ও অর্নব জুটি ৬-৩, ৭-৫ গেমে স্বাধীন ও রাকিব জুটিকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়েছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বালক এককের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ১৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।