ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নাপোলিতে বিধ্বস্ত ক্লাব ব্রুজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
নাপোলিতে বিধ্বস্ত ক্লাব ব্রুজ ছবি: সংগৃহীত

ঢাকা: ইউরোপা লিগের গ্রুপ ‘ডি’র ম্যাচে বেলজিয়ামের ক্লাব ব্রুজকে ৫-০ গোলে বিধ্বস্ত করেছে নাপোলি। ইতালিয়ান জায়ান্টদের হয়ে দুই স্ট্রাইকার জোসে ক্যালিজন ও ড্রায়াস মার্টেন্স জোড়া গোল করেন।



সাও পাওলো স্টেডিয়ামে খেলা শুরুর পাঁচ মিনিটেই ক্যালিজনের গোলে লিড নেয় নাপোলি। ২৫ মিনিটে ক্যালিজনের পাসে স্বাগতিকদের হয়ে লিড দ্বিগুন করেন মার্টেন্স। এর ছয় মিনিট পরই জোড়া গোল পূরন করেন ২৮ বছর বয়সী এ বেলজিয়ান স্ট্রাইকার। ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় মাওরিজিও সারির শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৫৩ মিনিটে দলের হয়ে চার নম্বর গোলটি করেন স্লোভাকিয়ান মিডফিল্ডার মারেক হামসিক। আর ৭৭ মিনিটে নিজের জোড়া গোল আদায় করে নেন স্প্যানিশ স্ট্রাইকার ক্যালিজন। এ ম্যাচে দলের অন্যতম সেরা তারকা গঞ্জালো হিগুয়েইন গোলের দেখা পাননি।

অন্যান্য ম্যাচের ফলাফল: আন্ডারলেখট ১-১ মোনাকো, অ্যাপোয়েল ০-৩ শালকে, অ্যাথলেতিক বিলবাও ৩-১ অগসবার্গ, ডিনিপ্রো ডিনিপ্রোপেত্রোভাস্ক ১-১ ল্যাজিও, ফিওরেন্তিনা ১-২ বাসেল, টটেনহাম ৩-১ কারাবাগ।

বাংলাদেশ সময়: ১০১২ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।