ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ফেনারবাখে মেসুত ওজিল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
ফেনারবাখে মেসুত ওজিল! মেসুত ওজিল

ঢাকা: তুরস্কের ক্লাব ফেনারবাখ বিশ্বচ্যাম্পিয়ন জার্মানির তারকা ফুটবলার মেসুত ওজিলকে তাদের দলে নেওয়ার প্রস্তাব করেছে। তবে, ইংলিশ প্রিমিয়ারের জায়ান্ট দল আর্সেনালের হয়ে খেলা ওজিল তুর্কি ক্লাবটিতে যোগ দেবেন কি না তা এখনও জানাননি।



প্রস্তাবের বিষয়টি ওজিলের এজেন্ট আককুত সোগুত নিশ্চিত করেছেন।

স্প্যানিশ ফেভারিট রিয়াল মাদ্রিদ থেকে ২০১৩ সালে আর্সেনালে যোগ দেন ওজিল। জার্মানদের জার্সি গায়ে ৬৮ ম্যাচ খেলা এ তারকাকে সে সময় গানাররা সাড়ে ৪২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে দলে ভেড়ায়।

রিয়ালের হয়ে ১৫৯ ম্যাচ খেলা ওজিলের এজেন্ট জানান, আর্সেনালে ওজিল বেশ ভালো আছে। গানারদের হয়ে সে তার পারফর্মে সন্তুষ্ট। তাকে নিয়ে ফেনারবাখ খুব বেশি আগেই চিন্তা-ভাবনা শুরু করেছে। কিন্তু তারা ওজিলের শর্ত বা অবস্থা সম্পর্কে জানেনা।

আর্সেনালের হয়ে ৭৪ ম্যাচ খেলা ওজিল প্রসঙ্গে তার এজেন্ট আরও যোগ করেন, ওজিলের বর্তমান দল আর্সেনাল তাকে নিয়ে কি ভাবছে আমরা জানিনা। এতো আগেই কোনো মন্তব্য করাও ঠিক হবেনা। মৌসুম শেষে বোঝা যাবে বিপুল অঙ্কের অর্থ প্রস্তাব করা ফেনারবাখ ওজিলকে নিয়ে কতোটা আগ্রহী। আর্সেনাল যদি তাকে ছেড়েই দেয়, তবে তুর্কিদের বিখ্যাত ক্লাব ফেনারবাখ ওজিলকে নিয়ে ভাববে এটাই স্বাভাবিক।

এর আগে ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার ইইনাইটেড থেকে রবিন ফন পার্সি এবং নানিকে দলে ভেড়ায় ফেনারবাখ।

বাংলাদেশ সময়: ১৪৩৩ ঘণ্টা, ১৮ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।