ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
চান্দিনায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চান্দিনা (কুমিল্লা): কুমিল্লার চান্দিনা উপজেলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের শ্রেষ্ঠত্ব বাছাই পর্বের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে চান্দিনা মডেল পাইলট উচ্চ বিদ্যালয় খেলার মাঠে জাতীয় পতাকা ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে এ টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক ডেপুটি স্পিকার প্রফেসর আলী আশরাফ।



জেলার চান্দিনা, দাউদকান্দি, দেবিদ্বার, হোমনা, মেঘনা, তিতাস, বুড়িচং ও মুরাদনগরসহ মোট ৮টি উপজেলার আটটি দল সেমিফাইনাল পর্যায়ে লীগ ভিত্তিক খেলায় অংশগ্রহণ করবে।

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমন চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ আজিজুর রহমান, চান্দিনা উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা তপন বকসী, ভাইস চেয়ারম্যান মোসলেহ উদ্দিন ও মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা আক্তার চৌধুরী।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা উপজেলা শাখার সাধারণ সম্পাদক কমল বকসীর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন- চান্দিনা উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, চান্দিনা উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মোখলেছুর রহমান দুলু মাস্টার, কাজী গোলাম দস্তগীর পাপন, পৌর কাউন্সিলর জয়নাল আবেদীন, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মফিজুল ইসলাম, উপজেলা যুবলীগ সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর কাজী জাফর উল্লাহ আজাদ, সহকারী শিক্ষা কর্মকর্তা আম্বিয়া খাতুন, সিতারা বেগম, প্রধান শিক্ষক সাহিদা আক্তার, বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি চান্দিনা শাখার সাধারন সম্পাদক জাহাঙ্গির আলম ও প্রধান শিক্ষা কাউছারুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।