ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

গ্রানাডাকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
গ্রানাডাকে হারিয়ে শীর্ষে রিয়াল ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগার চতুর্থ ম্যাচে জয় তুলে নিয়েছে রাফায়েল বেনিতেজের রিয়াল মাদ্রিদ। গ্রানাডাকে ১-০ গোলে হারিয়েছে লা গ্যালাকটিকোরা।

দলের হয়ে একমাত্র গোলটি করেন ফরাসি তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।

সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় নিজেদের চতুর্থ ম্যাচে মাঠে নামার আগে রিয়াল আগের তিন ম্যাচে গোল করেছিল ১১টি। প্রথম ম্যাচে কোনো গোল পায়নি ক্রিস্টিয়ানো রোনালদোরা। পরের দুই ম্যাচে রিয়াল বেটিস আর এসপানিওলকে ১১টি গোল হজম করতে হয়েছিল। তবে, চতুর্থ ম্যাচে প্রতিপক্ষের জালে গোল উৎসব করতে পারেনি রিয়াল।

নিজের সেরা ফর্মে রয়েছেন রিয়ালের রোনালদো। সর্বশেষ দুই ম্যাচের দুটিতেই হ্যাটট্রিক করেন তিনি। তবে, গ্রানাডার বিপক্ষে ম্যাচে গোলের জন্য লড়তে হয় সিআর সেভেনকে। তারপরও প্রতিপক্ষের জালের ঠিকানা খুঁজে নিতে পারেননি পর্তুগিজ তারকা।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৫ মিনিটে। ইসকোর অ্যাসিস্ট থেকে গোল করেন ফরাসি তারকা বেনজেমা।

তবে, প্রথমার্ধে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে রিয়াল। ২০ মিনিটের মাথায় রোনালদোর জোরালো শট রুখে দেন গ্রানাডার গোলরক্ষক আন্দ্রেস। তবে, দুই মিনিট পরে গোল করেছিল অতিথি হিসেবে খেলতে নামা গ্রানাডা। অফসাইডের খরায় তা বাতিল হয়। ৩৬ মিনিটে রোনালদোর শট গোলবারে লেগে ফিরে আসে, ফিরতি শটে গোল আদায় করতে পারেননি ইসকো।

৩৮ মিনিটে রিয়াল গোলরক্ষক নাভাসের দারুণ পারফর্মে গোলের হাত থেকে বেঁচে যায় স্বাগতিকরা। দুই মিনিট পর স্প্যানিশ মিডফিল্ডার ইসকোর আরেকটি সুযোগ নষ্ট হয়।

৬১ মিনিটে গ্রানাডার আল-আরাবির একটি শট প্রতিহত করেন নাভাস। ফলে, সমতায় ফেরার সুযোগ হাতছাড়া করে অতিথি দলটি। নির্ধারিত সময়ে গোল শোধ করতে না পারলে রিয়ালের বিপক্ষে গত ম্যাচে ৯-০ তে পরাজয় মেনে নেওয়া গ্রানাডা এ ম্যাচে ১-০ গোলের ব্যবধানে হার মানে।

এ জয়ের ফলে ৪ ম্যাচ খেলে রিয়াল সর্বোচ্চ ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠে এসেছে। দুইয়ে রয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বার্সেলোনা। তবে, রিয়ালের থেকে এক ম্যাচ কম খেলা কাতালানদের পয়েন্ট ৯।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।