ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

চলে গেলেন ‘ফুটবলের প্রফেসর’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
চলে গেলেন ‘ফুটবলের প্রফেসর’ ছবি : সংগৃহীত

ঢাকা: না ফেরার দেশে চলে গেলেন ‘ফুটবলের প্রফেসর’ খ্যাত জার্মানির ডেটমার ক্রেমার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।



ক্রেমারকে ‘ফাদার অফ মর্ডান ফুটবল’ বলেও জানেন অনেকে। যিনি ১৯৭৫ ও ১৯৭৬ সালে পরপর দু’বার বায়ার্ন মিউনিখকে ইউরোপিয়ান কাপ জিতিয়েছিলেন। তবে, ১৯৭৭ সালে বুন্দেসলিগায় দল হারলে ক্রেমার নিজে থেকে কোচের পদ ছেড়ে দেন।

১৯৬০ সালে তিনি জাপান জাতীয় ফুটবল দলের টেকনিকেল অ্যাডভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬৪ সালে জার্মানির সহকারী কোচের ভূমিকায় দেখা যায় তাকে। ইংল্যান্ডে অনুষ্ঠিত বিশ্বকাপ ফুটবলে ১৯৬৬ সালে জার্মানির প্রধান কোচ হেলমেট শোয়েনের ডেপুটি ছিলেন তিনি। কোচ হিসেবে বায়ার্ন ছাড়াও বায়ার লেভারকুজেনের দায়িত্ব পালন করেন ক্রেমার।

এছাড়া আমেরিকা, মালয়েশিয়া, থাইল্যান্ড আর দক্ষিণ কোরিয়াকে (দ. কোরিয়ার অনূর্ধ্ব-২৩ দল) কোচিং করান ক্রেমার। ইজিপ্ট, সৌদি আরব আর গ্রিসের ফুটবলে তার অবদান অনেক। তিনি এ দেশগুলোর জাতীয় দলকে নিয়েও কাজ করেছেন কোচ থাকা অবস্থায়।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ক্রেমার জার্মানদের প্যারাট্রুপার হিসেবে সিনিয়র লেফটেন্যান্ট পদে নিযুক্ত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, ১৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।