ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বাক্কার জোড়া গোলে মিলানের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
বাক্কার জোড়া গোলে মিলানের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: সিরিআ লিগে কার্লোস বাক্কার জোড়া গোলে পালের্মোর বিপক্ষে ৩-২ ব্যবধানের রোমাঞ্চকর জয় পেল এসি মিলান। মিলানের হয়ে অন্য গোলটি করেন গিয়াকোমো বোনাভেনচুরা।

আর পালের্মোর হয়ে জোড়া গোল করেন অস্কার হিজেমার্ক।

সান সিরোতে ম্যাচের ২১ মিনিটে লিড নেয় মিলান। বাক্কা গোল করে দলকে এগিয়ে দেন। তবে খেলার ৩২ মিনিটে অস্কার গোল করলে সমতায় ফিরে পালের্মো। কিন্তু প্রথমার্ধের নির্ধারিত সময়ের পাঁচ মিনিট আগে বোনাভেনচুরা গোল করলে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মিলান।

বিরতির পর খেলার ৭২ মিনিটে আবারো সমতায় ফেরে সফরকারী দলটি। এবার জোড়া গোল করেন অস্কার। তবে তিন মিনিট পরে বাক্কা নিজের জোড়া গোল পূর্ণ করলে এগিয়ে যায় ইতালিয়ান জায়ান্ট দলটি।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ৩-২ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিনিসা মিহাজলোভিকের শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১২২০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।