ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ভোলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ভোলায় বঙ্গবন্ধু-বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে শহরের ভোলা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে ভোলার জেলা প্রাশাসক মো.সেলিম রেজা জেলা পর্যায়ের এ খেলার উদ্বোধন করেন।



জেলার সাতটি উপজেলা থেকে মোট ১৪টি দল এতে অংশ নিচ্ছে। আজ (রোববার) ছয়টি দলের খেলা হওয়ার কথা রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদ প্রশাসক আবদুল মমিন টুলু, জেলা শিক্ষা বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ছাইয়াদুজ্জামান ও পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মনিরুজ্জামান উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
এএটি/এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।