ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ওয়ালটন স্কুল দাবা প্রোগ্রাম-২০১৫

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
ওয়ালটন স্কুল দাবা প্রোগ্রাম-২০১৫ ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের স্বনামধন্য ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস ও হোম অ্যাপ্লায়েন্স প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটনের পৃষ্ঠপোষকতায় ও এসোসিয়েশন অব চেস্ প্লেয়ার্স, বাংলাদেশের ব্যবস্থাপনায় এবং জেলা ক্রীড়া সংস্থা এসোসিয়েশন ময়মনসিংহ’র আয়োজনে অনুষ্ঠিত হলো ‘ওয়ালটন স্কুল দাবা প্রোগ্রাম-২০১৫’।

দিনব্যাপী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন ময়মনসিংহ জেলার ৯টি স্কুলের ৪০০ শিক্ষার্থীরা।



প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ওয়ালটন গ্রুপের ফার্স্ট সিনিয়র অতিরিক্ত পরিচালক এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এহতেশামুল আলম, সহ-সভাপতি রাইফেলস ক্লাব ময়মনসিংহ।

তরুন ও প্রতিভাবান দাবারুদের সন্ধানে এ ধরনের প্রতিযোগিতার আয়োজনকে ধন্যবাদ জানিয়েছেন  অনুষ্ঠানের প্রধান অতিথি এফ.এম. ইকবাল বিন আনোয়ার (ডন)। তিনি তার বক্তব্যে বলেন, ‘এ ধরনের ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতায় ওয়ালটন বরাবরের মতো পৃষ্ঠপোষকতা করে আসছে। আমার বিশ্বাস এটি মেধাবী খেলোয়াড়দের খুঁজে পেতে সাহায্য করবে।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২০ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।