ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

দাপুটে জয়ে এএফসির মূলপর্বে সৌদি

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
দাপুটে জয়ে এএফসির মূলপর্বে সৌদি ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: এএফসি অনুর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ২০১৬-এর মূলপর্বে নাম লিখিয়েছে সৌদি আরব। রোববার (২০ সেপ্টেম্বর) বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচে সংযুক্ত আরব আমিরাতকে ৬-২ গোলে চূর্ণ করেছে সৌদি কিশোরেরা।



রাজসিক এ জয়ের জন্য সৌদি সমর্থকরা কৃতজ্ঞ থাকবেন হামাদ আবদানের কাছে। কেননা এ ম্যাচে হ্যাটট্রিক করে আমিরাতকে বলতে গেলে একাই উড়িয়ে দিয়েছেন সৌদি কাণ্ডারী।

বাছাইপর্ব শুরুর আগেই ‘ডি’ গ্রুপের অন্যদল পাকিস্তান নাম প্রত্যাহার করে নিয়েছিল। তিন দলের মধ্যে বাংলাদেশ অনুর্ধ্ব-১৬ দলই ছিল খর্বশক্তির। ‘ছোট’ দলটিকে রীতিমত দুমড়ে মুচড়ে দিয়েছিল সৌদি আরব (৫-১) ও সংযুক্ত আরব আমিরাত (৬-১)।

গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে দুই জায়ান্টের গোলবন্যা রীতিমত স্নায়ুক্ষয়ী লড়াইয়েরই ইঙ্গিত দিয়েছিল। ম্যাচের শুরুর প্রতিচ্ছবিও তেমনই ছিল। কিন্তু কিসের কি? ‘ডি’ গ্রুপ সেরা নির্ধারণী ম্যাচে শেষ অবধি আমিরাতকে ফুটবলপাঠ করিয়েছে সৌদি আরব।

অথচ ম্যাচের শুরুতে কিন্তু এগিয়ে ছিল আরব আমিরাতই। ৫ মিনিটে দলকে লিড (১-০) এনে দিয়ে কি ভুলটাই না করেছিলেন আলি সালেহ। এক গোলের জবাবে তাদের তিনটি গোল ফিরিয়ে দেয় সৌদি। পরে আমিরাতের দ্বিতীয় গোলের জবাবে ফের বিধ্বংসী হয়ে উঠে সৌদি। এ যাত্রায় আরো তিনটি গোল করেন মোহাম্মদ আল আবদালীর শিষ্যরা।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২০, ২০১৫
আরএসএল/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।