ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সেই শরণার্থী বালকের সঙ্গে রোনালদো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
সেই শরণার্থী বালকের সঙ্গে রোনালদো ছবি : সংগৃহীত

ঢাকা: অনেক ফুটবল বোদ্ধাদের মতে, পর্তুগিজ তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো বুঝি এক মেজাজি ফুটবলার। এ মহাতারকার অহংবোধ নিয়ে বহুবার প্রশ্ন উঠলেও ভীষণ মানবিক এবং সহৃদয় একজন ব্যক্তি হিসেবেও প্রশংসা কুড়িয়েছেন রিয়াল তারকা।

রোনালদোর সেই মানবিক দিকটা দেখা গেল আরও একবার।

রিয়াল মাদ্রিদের হয়ে সর্বশেষ ম্যাচে সিআর সেভেন খ্যাত এই তারকার মানবিকতা দেখেছে বিশ্ব ফুটবল।

গত ১৯ সেপ্টেম্বর গ্রানাডার বিপক্ষে লা লিগার ম্যাচে সিরিয়ার এক শরণার্থী বালককে নিয়ে মাঠে প্রবেশ করেন পর্তুগিজ অধিনায়ক রোনালদো। এটি সেই বালক যাকে তার পরিবার সহ হাঙ্গেরি সীমান্তে প্রবেশ করার সময় পুলিশি হামলায় পড়তে হয়।

এর থেকেও বড় খবর হচ্ছে বিশ্ব মিডিয়াতে উঠে আসা এক ছবিতে দেখা যায় সীমান্তে প্রবেশের সময় জায়িদ আব্দেল-মুহসেন আলহাগদেব নামের সেই বালক ও তার বাবাকে এক হাঙ্গেরিও নারী ক্যামেরাম্যান লাথি দিয়ে মাটিতে ফেলে দেয়। এরপর পুরো বিশ্বে এ নিয়ে সমালোচনার ঝড় ওঠে।

সিরিয়ার শরণার্থীদের সাহায্যে আগেই হাত বাড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুর দল উদ্বাস্তুদের সাহায্যে মোটা অঙ্কের অর্থ অনুদানের ঘোষণা দিয়েছে।

গ্রানাডার বিপক্ষে ম্যাচে জায়িদ ছাড়াও তার বাবা ওসামা ও ভাই মোহাম্মদকে আমন্ত্রণ জানানো হয়। তারা মাঠের গ্যালারিতে বসে খেলা উপভোগ করেন।

জায়িদের পরিবার সর্বশেষ গত সপ্তাহে স্পেনে প্রবেশ করে। বর্তমানে তারা দেশটির গেটাফে শহরে রয়েছেন। আর সেখানে জায়িদের বাবাকে বাসস্থান ও চাকুরির প্রস্তাবও দেওয়া হয়েছে।

** জায়িদ ও তার বাবাকে ফেলে দেওয়ার ভিডিও

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।