ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ভাঙতে পারে স্পেন, নিরপেক্ষ থাকবে বার্সা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
ভাঙতে পারে স্পেন, নিরপেক্ষ থাকবে বার্সা ছবি : সংগৃহীত

ঢাকা: গত মৌসুমের ট্রেবল জয়ী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা লা লিগা থেকে বাদ পড়তে যাচ্ছে, এমন খবর পুরোনো হলেও ইস্যুটি আবারো মাথাচাড়া দিয়ে উঠেছে। কাতালানরা যদি স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে, তবে দেশের ক্রিড়া আইন অনুযায়ী স্প্যানিস লিগে তাদের খেলতে দেওয়া হবেনা।

কাতালান ক্লাব হিসেবে এসপানিওলও সুযোগ পাবেনা লা লিগায় খেলার।

রোববার (২০ সেপ্টেম্বর) এ নিয়ে দেশটির পার্লামেন্টে আলোচনা হওয়ার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এ সময় এলএফপি প্রেসিডেন্ট হাভিয়ের তেবাস জানান, যদি স্পেনকে ভেঙে দু’ভাগ করা হয়, তাহলে স্প্যানিশ লা লিগাও ভেঙে যাবে।

তেবাস আরও জানান, কাতালানরা স্বাধীন হয়ে গেলে বার্সা এ টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। কারণ স্পেনের আইনে বলা আছে, স্পেনের এলাকার বাইরে কেবল অ্যান্ডোরাই স্পেনের ফুটবল লিগে অংশ নিতে পারবে। ফলে, কাতালান ক্লাব হিসেবে বার্সা এবং এসপানিওল খেলার সুযোগ থেকে বঞ্চিত হবে।

বার্সা-এসপানিওল নিয়ে পার্লামেন্টে আলোচনা না হলেও জানা যায়, দল দু’টিকে খেলাতে হলে পার্লামেন্টে আইনের সংশোধন করতে হবে।

দীর্ঘদিন ধরে স্বাধীনতার জন্য লড়াই করে আসা কাতালানদের দলে মেসি-নেইমার-সুয়ারেজদের মতো সেরা তারকারা রয়েছেন। লা লিগার বর্তমান চ্যাম্পিয়ন বার্সার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমেউ বলেছেন, পরবর্তী কয়েক সপ্তাহের মধ্যে কাতালানদের গনভোট হবে। সেখানে ‘হ্যাঁ ভোট’ জয়ী হলে এবং কাতালানরা স্বাধীন হলে বার্সা লা লিগায় অংশ নিতে পারবেনা।

বার্তেমেউ আরও যোগ করে বলেন, আমরা রাজনৈতিক কোনো ইস্যুতে মাথা ঘামাবো না। আমাদের মূল লক্ষ্য থাকবে এ মৌসুমে দলের ভালো পারফর্ম। আমরা সব সময় নিজেদের ফোকাসটা ফুটবলের উপর রাখি, রাজনীতির উপর নয়। কথা দিচ্ছি আমাদের ক্লাব খেলা ছাড়া নির্বাচন কিংবা কোনো রাজনীতির ইস্যুতে জড়াবেনা, নিরপেক্ষ অবস্থানে থাকবে।

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, ২১ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।