ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

অদ্ভুত এক প্রোটিয়া সমর্থক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
অদ্ভুত এক প্রোটিয়া সমর্থক ছবি : সংগৃহীত

ঢাকা: খেলা পাগল সমর্থকদের কতো কিছুই না করতে দেখা যায়। নিজ দলের সমর্থনে নানা ঘটনা ঘটিয়ে সংবাদের শিরোনামেও লক্ষ্য করা যায় ভক্তদের।

এমনই এক দক্ষিণ আফ্রিকান রাগবি দলের সমর্থককে পাওয়া গেছে। যিনি নিজ দলের খেলা দেখতে দুই বছর পাঁচ মাস সাইকেল চালিয়েছেন।

রন রাটল্যান্ড নামের এই প্রোটিয়া সমর্থক দক্ষিণ আফ্রিকার শহর কেপটাউন থেকে ২৬ হাজার ৭০০ মাইল সাইকেল চালিয়ে ইংল্যান্ডের ব্রাইটনে পৌঁছান।

ইংল্যান্ড ২০১৫ রাগবি বিশ্বকাপ আয়োজন করেছে। অষ্টম এ আসরে দ.আফ্রিকাও অন্যতম ফেভারিট। ১৯৯৫ বিশ্বকাপে ঘরের মাঠে দলটি চ্যাম্পিয়ন হয়েছিল।

এদিকে রন জাতীয় দলের খেলা দেখতে এত কষ্ট করলেও মন খারাপ করেই স্টেডিয়াম থেকে বের হতে হয়েছে তাকে। কারণ প্রোটিয়ারা নিজেদের প্রথম খেলায় দুর্বল জাপানের কাছে ৩২-৩৪ গেমে হেরে অঘটনের শিকার হয়।

বাংলাদেশ সময়: ২০০৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।