ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ইনজুরিতে ছিটকে পড়লেন মানজুকিচ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
ইনজুরিতে ছিটকে পড়লেন মানজুকিচ মারিও মানজুকিচ / ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরিআ লিগে শেষ সময় বদলি ফুটবলার হিসেবে মাঠে নেমেই বিপত্তি ঘটে জুভেন্টাস স্ট্রাইকার মারিও মানজুকিচের। গেওনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে পেশী ইনজুরিতে পড়েন এই ক্রোয়েশিয়ান তারকা।

যার কারণে তিন সপ্তাহের ওপরে মাঠের বাইরে থাকতে হবে তাকে।

জুভি ক্লাবের অফিসিয়াল থেকে জানানো হয়েছে অন্তত ২০দিন মানজুকিচকে বিশ্রামে থাকতে হবে।

ইনজুরির কারণে বুধবার (২৩ সেপ্টেম্বর) রাতে লিগ ম্যাচে ফ্রোসিনোনের বিপক্ষে ঘরের মাঠের খেলায় থাকবেন না মানজুকিচ। এছাড়া পরের সপ্তাহে হাইভোল্ডেজ ম্যাচে নাপোলির বিপক্ষেও অনুপস্থিত থাকবেন তিনি।

২৯ বছর বয়সী এ তারকা এর আগে চ্যাম্পিয়নস লিগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলে জয়ের ম্যাচে মাঠে ছিলেন। তবে এই আসরে সেভিয়ার বিপক্ষে নিজেদের পরবর্তী ম্যাচে বাদ পড়বেন তিনি।

এদিকে ক্লাব ছাড়াও জাতীয় দলের হয়ে বিপাকে পড়েছেন মানজুকিচ। অক্টোবরের পরে ইউরো ২০১৬ বাছাইপর্বের ম্যাচে বুলগেরিয়া ও মাল্টার বিপক্ষে মাঠে নামবে ক্রোয়েশিয়া। আর সেই ম্যাচগুলোতেও অনিশ্চিত তিনি।

বাংলাদেশ সময়: ১০৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।