ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

সিআর সেভেনের সঙ্গে থাকার সুযোগ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
সিআর সেভেনের সঙ্গে থাকার সুযোগ ছবি : সংগৃহীত

ঢাকা: ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সময় অতিবাহিত করার সুযোগ কী হেলায় হাতছাড়া করা যায়? পর্তুগিজ তারকা কিন্তু নিজেই এর জন্য মুখিয়ে আছেন। তার ওপর লা লিগার বহুল প্রতীক্ষিত এল ক্লাসিকো ম্যাচের দিন বলে কথা।

সৌভাগ্যবান ব্যক্তি রোনালদোর সঙ্গে থেকে পুরোটা সময় উপভোগ করার পাশাপাশি তার একান্ত ভিআইপি অতিথি হিসেবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার মধ্যকার হাইভোল্টেজ ম্যাচটি দেখার সুযোগ পাবেন।

আগামী ২২ নভেম্বর (রোববার) সৌসুমের প্রথম এল ক্লাসিকোতে রিয়ালের মুখোমুখি হবে বার্সা। রিয়ালের মাঠ বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ১০ টায় ম্যাচটি শুরু হবে।

তবে কাজটা অতটা সহজ নয়। অনেকটা প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে রোনালদোর ছুঁড়ে দেওয়া প্রতিযোগিতায় জিততে হবে। এজন্য আন্তর্জাতিক মানবাধিবার প্রতিষ্ঠান রেড ক্রস’কে কমপক্ষে ১০ ডলার অর্থ দিতে হবে।

প্রতিযোগীদের মাঝ থেকে সেরা একজনকে বেছে নেবেন রোনালদো। জয়ী ব্যক্তি বার্সার বিপক্ষে ম্যাচের দিন পুরোটা সময় সিআর সেভেনের সঙ্গে কাটানোর দুর্লভ সুযোগ পাবেন।

প্রথমত, রোনালদোর সঙ্গে আহার করবেন ভাগ্যবান মানুষটি। এরপর উপহার হিসেবে তিনবারের বর্ষসেরার অটোগ্রাফ সম্বলিত ফুটবল ও জার্সি তো থাকছেই। তৃতীয় পর্যায়ে রয়েছে সামনে থেকেই পর্তুগিজ তারকার প্রিয় হেয়ার কাট উপভোগ করা। সবশেষে ভিআইপি অতিথি হয়ে বার্নাব্যুতে বসেই এল ক্লাসিকো ম্যাচে রোনালদোর ফুটবলীয় কারিকুরি দেখার মধ্য দিয়ে এর সমাপ্তি ঘটবে।

অফিসিয়াল টুইটার পেজে একটি ভিডিওর মাধ্যমে রোনালদো নিজেই এ আহ্বান জানান।



বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২২, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।