ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

পিএসজির জয়ে ইব্রার প্রথম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
পিএসজির জয়ে ইব্রার প্রথম ছবি: সংগৃহীত

ঢাকা: অবশেষে মৌসুমের প্রথম গোলের দেখা পেলেন জ্লাতান ইব্রাহিমোভিচ। সুইডিশ তারকার নেতৃত্বে ফ্রেঞ্চ লিগে গুইনগ্যাম্পের বিপক্ষে ৩-০ গোলের প্রত্যাশিত জয় পায় প্যারিস সেইন্ট জার্মেই।

সাত ম্যাচে অপরাজিত থেকে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটাও সুসংহত করল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আগের দুই ম্যাচে ড্রয়ের হতাশা ভুলে জয়ের ধারায় ফিরতে মাঠে ‍নামে পিএসজি। প্যারিসে খেলা শুরুর ১৮ মিনিটে স্বাগতিকদের লিড এনে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার হাভিয়ের পাস্তোরে। যার নেপথ্য কারিগর অধিনায়ক ইব্রাহিমোভিচ। এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লঁরা ব্লাঁর শিষ্যরা।

দ্বিতীয়ার্ধের ৭৬ মিনিটে লিগ ম্যাচের প্রথম গোল আদায় করে নেন অ্যাঙ্গেল ডি মারিয়া। গত সপ্তাহেই চ্যাম্পিয়নস লিগের ম্যাচে পিএসজির হয়ে তিনি অভিষেক গোল করেন। পুরো ম্যাচে গোল পরিশোধ করার মতো নিশ্চিত কোনো সুযোগ তৈরি করতে পারেনি গুইনগ্যাম্প। তাই বড় ব্যবধানের পরাজয়ই তাদের সঙ্গী হয়।

নির্ধারিত সময়ের সাত মিনিট আগে বহুল কাঙ্ক্ষিত গোলের দেখা পান ইব্রা। ডি মারিয়ার অ্যাসিস্টে বল জালে পাঠান ৩৩ বছর বয়সী এ স্ট্রাইকার। তবে চার মিনিটের মাথায় পেনাল্টি থেকে গোল বঞ্চিত হন সুইডিশ তারকা। সে যাই হোক, ম্যাচ শেষে প্রত্যাশিত জয়ের তৃপ্তি নিয়ে মাঠ ছাড়েন কাভানি-ইব্রা-মাতুইদিরা।

বাংলাদেশ সময়: ১০২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।