ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বার্সাকে হটিয়ে শীর্ষে অ্যাতলেতিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
বার্সাকে হটিয়ে শীর্ষে অ্যাতলেতিকো ছবি: সংগৃহীত

ঢাকা: অ্যান্তোনি গ্রিজম্যানের জোড়া গোলে গেতাফেকে ২-০ গোলের ব্যবধানে হারিয়েছে অ্যাতলেতিকো মাদ্রিদ। এরই সুবাদে বার্সেলোনাকে হটিয়ে লা লিগার পয়েন্ট টেবিলের শীর্ষে উঠল অ্যাতলেতিকো।

অবশ্য, সেল্টা ভিগোর বিপক্ষে বুধবারের (২৩ সেপ্টেম্বর) ম্যাচ দিয়েই হারানো অবস্থান পুনরুদ্ধার করার সুযোগ পাচ্ছে বার্সা।

ভিসেন্তে কালদেরনে খেলা শুরুর ‍চার মিনিটেই অধিনায়ক গাবির পাসে গোল করেন গ্রিজম্যান। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা। সমতায় ফিরতে গেতাফের আক্রমণাত্মক ফুটবল কৌশল ছিল নজরকাড়া।

লিড বাড়ানোর কয়েকটি সুযোগ পেলেও প্রতিপক্ষের ডি-বক্সে খেই হারিয়ে ফেলেন দিয়েগো সিমিওনের শিষ্যরা। অন্তিম মুহূর্তে গ্রিজম্যানের দ্বিতীয় গোলে হাফ ছেড়ে বাঁচে স্বাগতিকরা। এরই সঙ্গে গেতাফের ড্র করার আশাটুকুও ভেস্তে যায়।

পরবর্তী ম্যাচে স্বাগতিক ভিয়ারিয়ালের মুখোমুখি হবে অ্যাতলেতিকো। শনিবার (২৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে ১২টায় ম্যাচটি শুরু হবে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।