ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

এগিয়ে থেকেও মিলানের কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
এগিয়ে থেকেও মিলানের কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান লিগে উদিনেসকে ৩-২ গোলে হারিয়েছে এসি মিলান। প্রথমার্ধ শেষে তিন গোলে এগিয়ে থাকলেও অনেকটা কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়েন বালোতেল্লি-মন্তোলিভোরা।




প্রতিপক্ষের মাঠে খেলা শুরুর পাঁচ মিনিটেই মারিও বালোতেল্লির গোলে লিড নেয় মিলান। এর পাঁচ মিনিট পর ইতালিয়ান মিডফিল্ডার রিকার্ডো মন্তোলিভোর পাসে লিড দ্বিগুন করেন স্বদেশী জিয়াকোমো বোনাভেঞ্চুরা। প্রথমার্ধের যোগ করা সময়ে মিলানকে ৩-০ গোলে এগিয়ে দেন কলম্বিয়ান ডিফেন্ডার ক্রিস্টিয়ান জাপাতা।

দ্বিতীয়ার্ধে অনেকটা নির্ভার হয়েই মাঠে নামে মিলান। কিন্তু, ম্যাচে ফিরতে মরিয়া উদিনেস গোল পরিশোধ করতে খুব একটা সময় নেয়নি। ৫১ মিনিটে স্বাগতিকদের হয়ে গোলের সূচনা করেন ঘানাইয়ান মিডফিল্ডার ইমানুয়েল বাদু। এর সাত মিনিটের মাথায় স্ট্রাইকার ডুভান জাপাতা স্কোরলাইন ৩-২ করেন।

নির্ধারিত সময়ের আগে দু’দলের কেউই আর গোলের দেখা পায়নি। পুরো ম্যাচে বল দখলের লড়াইসহ আক্রমণাত্মক ফুটবল কৌশলে উভয় দলই ছিল সমানে সমান। প্রথমার্ধে মিলান দাপট দেখালেও পরবর্তীতে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। তবে হেরে গেলেও মিলানকে এক প্রকার ভীতি উপহার দেয় উদিনেস।

বাংলাদেশ সময়: ১১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।