ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ম্যানসিটিতে বিধ্বস্ত সান্ডারল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
ম্যানসিটিতে বিধ্বস্ত সান্ডারল্যান্ড ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ লিগ কাপ তথা ক্যাপিটাল ওয়ান কাপে সান্ডারল্যান্ডের বিপক্ষে ৪-১ গোলের দাপুটে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৬ মিনিটের মধ্যেই চার গোলের লিড নেয় সিটিজেনরা।



স্টেডিয়াম অব লাইটে খেলা শুরুর ৯ মিনিটে পেনাল্টি থেকে গোলের সূচনা করেন আর্জেন্টাইন তারকা সার্জিও আগুয়েরো। এ মৌসুমেই ম্যানসিটিতে যোগ দেয়া রাহিম স্টার্লিং ও কেভিন ডি ব্রুইন দু’জনই গোল করেন। এক জনের গোলের নেপথ্যে থাকেন অপরজন।

২৫ মিনিটে ইংলিশ উইঙ্গার স্টার্লিংয়ের পাসে বেলজিয়ান মিডফিল্ডার ব্রুইন ও ৩৬ মিনিটে ব্রুইনের অ্যাসিস্টে গোল করেন স্টার্লিং। এর তিন মিনিট আগে আত্মঘাতী গোল করে বসেন সান্ডারল্যান্ডের ইতালিয়ান গোলরক্ষক ভিতো ম্যানোন। স্টার্লিংয়ের শট বারে লেগে ফিরে আসলেও ম্যানোনের গায়ে লেগে বল জালে জড়ায়।

এরপর অবশ্য আর গোলের দেখা পায়নি ম্যানুয়েল পেলেগ্রিনির শিষ্যরা। নির্ধারিত সময়ের সাত মিনিট আগে স্বাগতিকদের হয়ে সান্ত্বনাসূচক গোলটি করেন সুইডিশ স্ট্রাইকার ওলা তয়ভোনেন। ম্যাচ শেষে উড়ন্ত জয়ের উচ্ছ্বাস নিয়ে মাঠ ছাড়েন ব্রুইন-স্টার্লিংরা।

বাংলাদেশ সময়: ১১৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৩, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।