ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

হিগুয়েনকে বাদ রেখে আর্জেন্টিনার দল ঘোষণা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
হিগুয়েনকে বাদ রেখে আর্জেন্টিনার দল ঘোষণা ছবি: সংগৃহীত

ঢাকা: ২০১৮ রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বের জন্য দল ঘোষণা করেছে আর্জেন্টিনা। জেরার্ড টাটা মার্টিনোর এই দলে রাখা হয়নি কোপা আমেরিকার ফাইনালে পেনাল্টি মিস করা গঞ্জালো হিগুয়েনকে।

আক্রমণভাগে রয়েছেন লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, পাউলো দাইবালা আর কার্লোস তেভেজরা।
 
২৬ সদস্যের দলে প্রথমবার ডাক পেয়েছেন দাইবালা। ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাসের হয়ে এ মৌসুমে দারুণ খেলে চলেছেন তিনি।
 
অসুস্থ থাকার কারণে চলতি মাসের শুরুতে বলিভিয়া আর মেক্সিকোর বিপক্ষে হিগুয়েন ছিলেন না। এবারো ডাক পাননি দলে। ফলে, তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন সিরি’আ লিগের চ্যাম্পিয়ন জুভিদের দাইবালা।
 
এছাড়া ২০ বছর বয়সী অ্যাঞ্জেল কোরেরাকেও দলে নেওয়া হয়েছে। দলে ডাক পেয়েছেন রিভার প্লেটের মিডফিল্ডার মাতিয়াস।
 
আর্জেন্টিনার স্কোয়াড :
গোলরক্ষক : নাহুয়েল গুজমান, অগাস্টিন মার্চেসিন ও সার্জিও রোমেরো।
 
রক্ষণভাগ : মিল্টন কাসকো, মার্টিন ডেমিচিলিস, রামিরো ফানেস মোরি, ইজেকুয়েল গ্যারে, ইমানুয়েল ম্যাস, নিকোলাস ওটামেন্ডি, মার্কোস রোহো, ফাকুন্দো রনকাগলিয়া ও পাবলো জাবালেতা।
 
মাঝমাঠ : এভার বানেগা, লুকাস বিগলিয়া, মাতিয়াস, জাভিয়ের মাসচেরানো, জাভিয়ের পাস্তেরো, রবার্তো পেরেইরা ও এনজো পেরেজ।
 
আক্রমণভাগ : সার্জিও আগুয়েরো, অ্যাঞ্জেল কোরেরা, ডি মারিয়া, পাওলো দাইবালা, নিকোলাস গাইতান, ইজাকুয়েল লাভেজ্জি, লিওনেল মেসি ও কার্লোস তেভেজ।
 
বাংলাদেশ সময়: ০৪৪০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।