ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

নিয়মের পরিবর্তন চাইলেন জিকো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫
নিয়মের পরিবর্তন চাইলেন জিকো ছবি: সংগৃহীত

ঢাকা: ফিফা প্রেসিডেন্ট সেপ ব্লাটারের সঙ্গে দেখা করেছেন ব্রাজিলের সাবেক কিংবদন্তি ফুটবলার জিকো। ফিফা প্রেসিডেন্ট পদের নির্বাচনে দাঁড়াতে নিয়ম পরিবর্তনের জন্য কি করতে হবে সেটি জানতেই ব্লাটারের মুখোমুখি হন জিকো।



ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা’র প্রেসিডেন্ট পদে দাঁড়াতে চেয়ে আবেদন করেন ব্রাজিল তারকা। তবে, তার এ পদে দাঁড়ানো নিয়ে আরেক প্রার্থী মিশেল প্লাতিনি কড়া সমালোচনা করেন। তার সমালোচনার পরই জিকো প্রেসিডেন্ট পদে লড়ার নিয়ম নিয়ে প্রশ্ন তুলেছেন।

আর্থিক দুর্নীতি কাণ্ডে ব্লাটার ফিফা প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ানোয় পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচন দাঁড়াতে আগ্রহ প্রকাশ করেন জিকো। তার সামনে নিয়ম দাঁড়ায়, প্রেসিডেন্ট পদে প্রার্থী হতে গেলে অন্তত পাঁচটি দেশের সমর্থন থাকতে হবে। আর এই নিয়ম নিয়েই জিকোর যতো বিপত্তি-আপত্তি।

জিকো ব্লাটারকে বলেন, এ নিয়মটি বেশ কঠিন একটি নিয়ম। একজন নিরপেক্ষ প্রার্থীর কাছে এটা চাপ ছাড়া আর কিছুই নয়। প্রত্যেকটি দেশকে স্বাধীনভাবে প্রার্থী নির্বাচন করতে দেওয়া দরকার। ফেডারেশনকে অবশ্যই এই নিয়ম পরিবর্তন করে দিতে হবে। আসন্ন নির্বাচনের আগেই এ নিয়ম পরিবর্তন করা প্রয়োজন।

প্লাতিনি তার প্রতিদ্বন্দ্বী জিকোর সমালোচনা করতে গিয়ে বলেছিলেন, জিকোকে শুধুমাত্র ব্রাজিল সমর্থন দেবে। তিনি ফুটবল ক্যারিয়ারে এমন কোনো অর্জন ধরে রাখতে পারেননি যে আর কোনো দেশকে তিনি পাশে পাবেন। নিয়ম তার নিয়মের মতোই চলবে।

তবে, জিকো জানিয়েছেন, ব্লাটার জিকোর কথা শোনার পর সহমত প্রকাশ করেন। তবে, আসন্ন নির্বাচনে এ মুহূর্তে কোনো নিয়ম পরিবর্তন করা যাবেনা বলে জিকোকে জানান ব্লাটার।

ব্রাজিলের হয়ে ১৯৭৮, ১৯৮২ আর ১৯৮৬ সালে বিশ্বকাপ খেলা জিকো আরও জানান, সম্প্রতি আমি তুরস্ক ফুটবল ফেডারেশনের সঙ্গে কথা বলেছি। তারা আমাকে সমর্থন করবে বলে জানিয়েছিল। এছাড়া জাপান ফুটবল ফেডারেশন আমাকে সমর্থন করে চিঠি দেবে বলে নিশ্চিত করে। তবে, উয়েফা’র মারপ্যাঁচে তুরস্ক আমাকে সমর্থন দিতে পারছে না। ঠিক একই রকম নিয়মের জালে বাধা পড়ে এশিয়া করফেডারেশন থেকে জাপান আমাকে সমর্থন জানাতে পারছে না।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, ২৪ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।