ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আমি বিশ্বসেরা নই: বেকহাম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
আমি বিশ্বসেরা নই: বেকহাম ছবি: সংগৃহীত

ঢাকা: যে মানুষটাকে ফুটবল জগৎ একনামে চেনে, যিনি ২৬ বছরের বেশি সময় ধরে ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যানেজার ছিলেন, সেই স্যার অ্যালেক্স ফার্গুসন ফুটবল বিশ্বে সবচেয়ে সফল কোচদের মধ্যে অন্যতম। রেড ডেভিলসে তার এই দীর্ঘ ক্যারিয়ারে তিনি মাত্র চারজন বিশ্বসেরা ফুটবলারকে পেয়েছেন।

যেখানে নেই ইংলিশ সুপারস্টার ডেভিড বেকহাম।

তবে, নিজেকে ফার্গির সেরা চারে দেখতে না পেরে মোটেই অখুশি নন বেকহাম। গুরুর চোখে দেখা সেরা চার শীর্ষদের সঙ্গে নিজের তুলনা করতেও অনীহা বেকহামের। বরং তিনি জানিয়েছেন, আমি নিজেই মনে করি ম্যানইউ তারকাদের সেরা চারের যোগ্য আমি ছিলাম না।

সম্প্রতি ফার্গুসনের লেখা বই ‘লিডিং’য়ে অন্যতম কোচ ম্যানইউ’র সেরা চারজন ফুটবলারের নাম জানান। তার চোখে বিশ্বসেরা হলেন, এরিক ক্যান্টোনা, রায়ান গিগস, পল স্কোলেস ও ক্রিস্টিয়ানো রোনালদো। ৭৩ বছর বয়সী ফার্গি এই চার তারকাদের মধ্যে থেকে পর্তুগিজ অধিনায়ক রোনালদোকে সবচেয়ে সেরা মানেন।

বইটিতে ফার্গি লেখেন, বর্তমান বিশ্বে দু’জন সেরা ফুটবলার রয়েছে। এদের একজন লিওনেল মেসি ও অন্যজন ক্রিস্টিয়ানো রোনালদো। তবে আমি অন্য কারো সমালোচনা করছি না। আমি ২৬ বছরে ম্যানইউতে চারজন সেরা ফুটবলার পেয়েছি। আমার মনে হয়, ক্যান্টোনা, গিগস, স্কোলেস ও রোনালদো বিশ্বসেরা ফুটবলার।

এদিকে ফার্গির সেরা খেলোয়াড়ের তালিকা থেকে বাদ পড়েন ইংল্যান্ড তারকা ওয়েন রুনি, ডেভিড বেকহ্যাম ও রিও ফার্নান্দিনহোর মতো ফুটবলাররা।

এ প্রসঙ্গে ইংলিশদের হয়ে ১১৫ ম্যাচ খেলা বেকহাম ‘বিবিসি’কে বলেন, আমি এজন্য কোনোভাবেই অপমানিত নই। আমার একজন সৌভাগ্যবান ফুটবলার কারণ, ফার্গির মতো গুরুর ছায়ায় খেলতে পেরেছি। সর্বকালের সর্বশ্রেষ্ঠ কোচের অধীনে অনেক কিছু শিখতে পেরেছি। ম্যানইউ আমার ক্যারিয়ারের সেরা ক্লাব আর এ ক্লাবটিকে আমি মনে-প্রাণে ভালোবাসি।

রেড ডেভিলসদের হয়ে ৩৯৪ ম্যাচ খেলা বেকহাম আরও যোগ করে বলেন, আমি কোচের সঙ্গে পুরোপুরি একমত। আমি বিশ্বসেরা নই। কোচের চোখে সেরা যারা রয়েছেন, আমার সৌভাগ্য যে আমি তাদের কারো কারো সাথে একই দলে খেলতে পেরেছিলাম। আমি নিজেকে গর্বিত মনে করি, কারণ তাদের মতো সেরা চার ফুটবলারের দলে ছিলাম।

রিয়াল মাদ্রিদ, এলএ গ্যালাক্সি, এসি মিলান আর পিএসজির মতো দলে খেলা বেকহাম ম্যানইউ’র হয়ে ছয়বার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা, দুইবার এফএ কাপের শিরোপা আর একবার চ্যাম্পিয়ন্স লিগের শিরোপার স্বাদ পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১২১৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।