ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ব্রাজিল দল থেকে ছিটকে পড়লেন ফিরমিনো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
ব্রাজিল দল থেকে ছিটকে পড়লেন ফিরমিনো ছবি: সংগৃহীত

ঢাকা: চিলি ও ভেনেজুয়েলার বিপক্ষে আগেই বিশ্বকাপ বাছাইপর্বের দল ঘোষণা করেছে ব্রাজিল। নেইমার, কাকাদের ছাড়া ঘোষিত দলে জায়গা পেয়েছিলেন লিভারপুলের অ্যাটাকিং মিডফিল্ডার রবার্তো ফিরমিনো।

তবে, চোটের কারণে ছিটকে পড়লেন ২৩ বছর বয়সী এ উঠতি তারকা।

ব্রাজিল ফুটবল ফেডারেশন থেকে জানানো হয়, লিভারপুলের হয়ে খেলা ফিরমিনোকে চোটের কারণে বিশ্রাম দেওয়া হয়েছে। তার জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন সান্তোসের হয়ে খেলা ফরোয়ার্ড রিকার্ডো অলিভেইরা।

এক বিবৃতিতে ব্রাজিল ফুটবল ফেডারেশন জানায়, ব্রাজিলিয়ান লিগে রিকার্ডো ১৭ গোল করে শীর্ষে রয়েছেন। ফলে, জাতীয় দলের কোচ কার্লোস দুঙ্গা তাকে দলে ডেকেছেন। ফিরমিনোর জায়গায় দুঙ্গা তাকে খেলাবেন বলে জানিয়েছেন।

রিকার্ডো ব্রাজিলের জার্সি গায়ে খেলেছেন ছয়টি ম্যাচ। দেশের হয়ে ২০০৪ সালে তার অভিষেক ঘটে। জার্মানি বিশ্বকাপে ২০০৬ সালে সর্বশেষ ব্রাজিলের হয়ে মাঠে নামেন তিনি।

এদিকে, নিয়মিত অধিনায়ক নেইমারকে ছাড়াই মাঠে নামতে হবে সেলেকাওদের। কোপা আমেরিকায় চারটি আন্তর্জাতিক ম্যাচের নিষেধাজ্ঞা পাওয়ায় বাছাইপর্বের ম্যাচ দু’টিতে খেলতে পারছেন না ২৩ বছর বয়সী বার্সেলোনার এ ফরোয়ার্ড।

অন্যদিকে, চলতি মাসে অনুষ্ঠিত কোস্টারিকা ও যুক্তরাষ্ট্রের বিপক্ষে দু’টি প্রীতি ম্যাচে দলে ডাক পান কাকা। তবে অভিজ্ঞ এ মিডফিল্ডারকে বিশ্বকাপ বাছাইয়ে বিবেচনায় রাখা হয়নি। ডিফেন্ডার থিয়াগো সিলভাকেও দলের বাইরে রাখা হয়েছে। ইনজুরির কারণে কোপা আমেরিকা থেকে ছিটকে পড়া অস্কার আবারো স্কোয়াডে ফিরেছেন।

আগামী ০৮ অক্টোবর সান্তিয়াগোতে স্বাগতিক চিলির মুখোমুখি হবে ব্রাজিল। পাঁচদিন পর ঘরের মাঠ ফোর্তালেজায় ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।

ব্রাজিল স্কোয়াড
গোলরক্ষক: জেফারসন, মার্সেলো গ্রোহে ও অ্যালিসন।

ডিফেন্ডার: ডেভিড লুইজ, মিরান্ডা, মারকুইনহোস, গিল, ফ্যাবিনহো, রাফিনহা, ফিলিপে লুইস ও মার্সেলো।

মিডফিল্ডার: লুইজ গুস্তাভো, ফার্নান্দিনহো, ইলিয়াস, রেনাতো অগাস্টো, লুকাস লিমা, লুকাস মৌরা, উইলিয়ান, ফিলিপ্পে কুতিনহো ও অস্কার।

ফরোয়ার্ড: রিকার্ডো অলিভেইরা, হাল্ক ও ডগলাস কস্তা।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।