ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

আর্সেনাল কিংবা বার্সায় খেলতেন পেলে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
আর্সেনাল কিংবা বার্সায় খেলতেন পেলে ছবি : সংগৃহীত

ঢাকা: পেলেকে বলা হয়, সর্বকালের শ্রেষ্ঠ ফুটবলার। ব্রাজিল দলের হয়ে যে কৃতিত্বের সাক্ষর তিনি রেখেছেন বিশ্ব ফুটবলে, তা এক কথায় অতুলনীয়।

সর্বকালের সেরা এ ফুটবলার জানিয়েছেন, বর্তমানে তিনি যদি ফুটবলের মাঠে খেলতে নামতেন তাহলে অবশ্যই ইংলিশ প্রিমিয়ারের দল আর্সেনাল কিংবা স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার হয়ে খেলতেন।

পেলে যখন ব্রাজিল দলে খেলতেন তখন সেলেকাওদের তারকা খেলোয়াড়ের অভাব ছিল না। কিন্তু পেলে তার ফুটবল শৈলীর উৎকর্ষতায় সবাইকে ছাড়িয়ে গিয়ে দখল করে নিয়েছিলেন শ্রেষ্ঠ তারকার আসনটি।

কালো মানিক খ্যাত ব্রাজিলের পেলেকে বলা হয় ফুটবলের সম্রাট। কিন্তু ফুটবলের এ সম্রাট কখনো ইংলিশ লিগ কিংবা ইউরোপিয়ান লিগে খেলতে পারেননি। এর কারণ হিসেবে জানা যায়, ব্রাজিলিয়ান লিগে পেলের পারফরম্যান্স এতটাই নজরকাড়া ছিল যে, তা স্বয়ং ব্রাজিল সরকারেরও চোখ এড়ায়নি। পেলের এই পারফরম্যান্স তাদের কাছে অমূল্য হিসেবে বিবেচিত হয়। তাই তারা আইন করে পেলেকে ব্রাজিলের জাতীয় সম্পদ হিসেবে ঘোষণা করে। এ কারণেই ইউরোপিয়ান লিগে কিংবা ইংলিশ লিগে পেলের কোনোদিন খেলা হয়নি।

ফুটবল ক্যারিয়ারে তিনি কাটিয়ে দেন সান্তোস আর নিউইয়র্ক কসমসের হয়ে। ৭৪ বছর বয়সী পেলে বলেছেন, বর্তমান বিশ্ব ফুটবলে আমি অংশ নিতে পারলে অবশ্যই আর্সেনালের হয়ে ইংলিশ প্রিমিয়ার খেলতাম। আর ইউরোপিয়ান লিগে আমাকে সুযোগ দেওয়া হলে আমি অবশ্যই বার্সাকে বেছে নিতাম। দুটি দলই আমার সময়ের সান্তোস আর ব্রাজিল দলের মতোই খেলে।

ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপ জয়ী পেলে সব ধরনের ফুটবলে ১৩৬৬টি ম্যাচ খেলে গোল করেছেন ১২৮৩টি। সান্তোসের হয়ে খেলেছেন ১১১৬টি ম্যাচ, যেখানে তার গোল রয়েছে ১০৯১। নিউইয়র্ক কসমসের হয়ে ১১১টি ম্যাচ খেলে প্রতিপক্ষের জালে বল জড়িয়েছেন ৬৫বার। ব্রাজিলের জার্সি গায়ে তিনি ১১৪টি ম্যাচে গোল করেছেন ৯৫টি। আর বাকি থাকা অন্য ২৫টি ম্যাচ থেকে পেলের গোলসংখ্যা ৩২টি।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, ২৫ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।