ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রোনালদোর উপদেশে ডাচ দলে আনোয়ার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
রোনালদোর উপদেশে ডাচ দলে আনোয়ার ছবি: সংগৃহীত

ঢাকা: ড্যানি ব্লাইন্ডের ঘোষিত ২৮ জনের নেদারল্যান্ডস দলে জায়গা পেয়েছেন আয়াক্সের হয়ে খেলা উঠতি তারকা আনোয়ার আল ঘাজি। আর জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার খেলতে পারার সুযোগ পাওয়ার পেছনে পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোর অবদান রয়েছে বলে জানিয়েছেন আনোয়ার।



২০ বছর বয়সী আনোয়ার ডাচদের অনূর্ধ্ব-১৭, ১৮ এবং ২১ দলে খেলেছেন। এবার জাতীয় দলের হয়ে ২০১৬ সালের ইউরো বাছাইপর্বের ম্যাচে খেলার সুযোগ পেয়েছেন তিনি। চলতি বছরের অক্টোবরে কাজাখস্তান এবং চেক রিপাবলিকের বিপক্ষে ড্যানি ব্লাইন্ডের শিষ্যরা মাঠে নামবে।

নর্থ আফ্রিকান বাবা-মার কারণে আনোয়ার মরোক্কোর হয়ে খেলার সুযোগ পেয়েছিলেন। তিনি জানান, রোনালদো আমাকে বলেছিলেন মরোক্কোর হয়ে না খেলতে। তিনি আমাকে উপদেশ দিয়েছিলেন ডাচদের হয়ে খেলার সুযোগ নিতে।

আয়াক্সের হয়ে এ মৌসুমে ৮ ম্যাচে সাত গোল করা আনোয়ার বলেন, ফুটবল ক্যারিয়ার শুরুর দিকে আমি অনেক লম্বা সময় চিন্তা করেছি। কোথায় খেলবো সেই সিদ্ধান্ত নিতে পারিনি। আমার বাবা-মা, পরিবার, আমার ব্যক্তিগত ট্রেইনার আমাকে অনেক ভাবে উপদেশ দিয়েছিলেন। আমি সকলকে বলেছিলাম, নিজের পছন্দের জায়গাতেই খেলবো।

তিনি আরও যোগ করেন, নিজের পছন্দের জায়গা কোনটি হবে, সেই সিদ্ধান্ত নিতে যখন আমি ব্যর্থ হচ্ছিলাম, তখন এক ক্যাম্পে রোনালদো আমাকে বলেছিলেন ‘তুমি তোমার নিজের পছন্দকে আগে মূল্যায়ন করবে। আর তোমার জায়াগায় আমি থাকলে মরোক্কোকে বেছে না নিয়ে নেদারল্যান্ডসকে বেছে নিতাম। ’

১৯৯৫ সালের মে মাসে নেদারল্যান্ডসে জন্ম নেওয়া আনোয়ার জানান, রোনালদো আমাকে বলেন, তুমি যদি নেদারল্যান্ডসকে পছন্দের তালিকায় রাখো তবে, মরোক্কানরা বলবে ‘তুমি কখনোই সত্যিকারের মরোক্কান ছিলে না। ’ আর যদি মরোক্কোর হয়ে খেলা শুরু করো ডাচরা তোমাকে বলবে ‘তুমি নেদারল্যান্ডসে জন্ম নিয়েছো, বেড়ে উঠেছো তাহলে কেনো মরোক্কোর মতো জাহান্নামে গেলে?’

দেশের হয়ে অভিষেকের অপেক্ষায় থাকা আনোয়ার বলেন, রোনালদোর বলা কথাগুলো চিন্তা করে দেখলাম ডাচদের হয়ে খেলাটাই আমার জন্য সঠিক হবে। কারণ আমি এখানে জন্মেছি আর এখানেই আমার বেড়ে উঠা। আর সঠিক পথ দেখানোর জন্য রোনালদোকে অবশ্যই আমি সাধুবাদ জানাই।

নেদারল্যান্ডস ১০ অক্টোবর গ্রুপ ‘এ’র ম্যাচে কাজাখস্তানের বিপক্ষে মাঠে নামবে। এর তিনদিন পর গ্রুপের শীর্ষে থাকা চেক রিপাবলিকের মুখোমুখি হবে ডাচরা।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।