ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

বায়ার্নের জয়, লেভানোডস্কির রেকর্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
বায়ার্নের জয়, লেভানোডস্কির রেকর্ড ছবি : সংগৃহীত

ঢাকা: বরার্তো লেভানোডস্কির জোড়া গোল আর কিংসলে কোমানের একটি গোলে জার্মান বুন্দেসলিগার ম্যাচে আবারো জয় পেয়েছে জায়ান্ট দল বায়ার্ন মিউনিখ। মেইঞ্জকে ৩-০ গোলে হারিয়েছে বর্তমান চ্যাম্পিয়নরা।



মেইঞ্জের ঘরের মাঠে আতিথ্য নিয়ে সহজ জয় তুলে নেয় পেপ গার্দিওলার শিষ্যরা।

ম্যাচের প্রথমার্ধে কোনো গোলের দেখা পায়নি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বায়ার্ন। বিরতি থেকে ফিরেই গোল করেন পোলিশ স্ট্রাইকার লেভানোডস্কি। খেলার ৫১ মিনিটের মাথায় কোমানের বাড়ানো বলে লাফিয়ে হেড করেন তিনি। আর তাতেই মেইঞ্জের জালে প্রথমবার বল জড়ায় বায়ার্ন।

এ গোলের মধ্য দিয়ে একটি মাইলফলক গড়েন ২৭ বছর বয়সী লেভানোডস্কি। জার্মানির বাইরের ফুটবলার হিসেবে বুন্দেসলিগায় দ্রুততম শততম গোল করেন তিনি। এ টুর্নামেন্টে ১৬৮ ম্যাচ খেলা লেভানোডস্কির এটি শততম গোল।

ম্যাচের ৬৩ মিনিটে আবারো গোল করেন লেভানোডস্কি। আরতুরো ভিদালের অ্যাসিস্ট থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন তিনি। ম্যাচের ৬৮ মিনিটে দগলাস কস্তার সহায়তায় দলের তৃতীয় গোলটি করেন কোমান।

প্রথমার্ধের ২১ মিনিটে পেনাল্টির সুযোগ থেকে গোল আদায় করে নিতে ব্যর্থ হন থমাস মুলার। নয়তো নির্ধারিত সময় শেষে বড় ব্যবধানে জয় পেত বায়ার্ন। রেফারির শেষ বাঁশি বাজলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে গার্দিওলা শিষ্যরা।

এ জয়ের পর ৭ ম্যাচ খেলা বায়ার্নের পয়েন্ট গিয়ে দাঁড়ালো ২১। টেবিলের শীর্ষেই রইল জার্মান চ্যাম্পিয়নরা।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ২৬ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।