ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মামুনুলদের কন্ডিশন ক্যাম্প শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
মামুনুলদের কন্ডিশন ক্যাম্প শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম/ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ঘোষিত ৪১ সদস্যের জাতীয় দলকে ছোট করে ২৯ সদস্য করা হয়েচে। নতুন কোচ ফ্যাবিও লোপেজের অধীনে ২৯ সদস্যের দলটি বিকেএসপিতে আজ (রোববার, ২৭ সেপ্টেম্বর) থেকে কন্ডিশন ক্যাম্প শুরু করবে।



ফিফা বিশ্বকাপ ২০১৮ এর বাছাইপর্বে কিরগিজস্তানের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটি আগামী ১৩ অক্টোবর কিরগিজস্তানের রাজধানী বিশকেকে অনুষ্ঠিত হবে। সে ম্যাচকে সামনে রেখে কন্ডিশন ক্যাম্প শুরু করছে জাতীয় দল।

কিরগিজস্তানের বিপক্ষে ম্যাচের স্কোয়াডে (৪১ সদস্যের) হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস থাকলেও, পরে জাতীয় দলের ক্যাম্পে রাখা হয়নি তাকে। ঈদের আগে ক্যাম্প শুরু হলেও হেমন্ত অসুস্থতার কারণ দেখিয়ে ক্যাম্পে যোগ দেননি। ফলে, মিথ্যাচারের অভিযোগ এনে তাকে ক্যাম্পের বাইরে রাখার সিদ্ধান্ত নেন ইতালিয়ান কোচ লোপেজ।

অসুস্থ থাকাকালীন অন্যত্র ভাড়াটে (খেপ) খেলোয়াড় হিসেবে ঢাকার বাইরে (দিনাজপুরে) খেলতে গিয়েছিলেন হেমন্ত। বাফুফে থেকে তাকে শোকজ (কারণ দর্শানোর নোটিশ) করা হয় হয়। হেমন্ত সেই শোকজের লিখিত জবাব দিলেও আমলে নেয়নি বাফুফের নির্বাচক কমিটি। শাস্তিস্বরুপ এ মিডফিল্ডারকে ছাড়াই এবার কন্ডিশন ক্যাম্প শুরু হচ্ছে।

বাংলাদেশের প্রাথমিক দল:
গোলরক্ষক: রাসেল মাহমুদ লিটন, শহিদুল আলম সোহেল, মাজহারুল ইসলাম ও আশরাফুল ইসলাম রানা।

ডিফেন্ডার: রায়হান হাসান, তপু বর্মন, নাসিরুল ইসলাম নাসির, ইয়াসিন খান, আতিকুর রহমান মিশু, ইয়ামিন মুন্না, ওয়ালী ফয়সাল, ফয়সাল মাহমুদ ও রেজাউল করিম।

মিডফিল্ডার: মো. রোমান, জামাল ভূঁইয়া, মামুনুল ইসলাম, সোহেল রানা, মোনায়েম খান রাজু, শাহেদুল আলম শাহেদ ও ইমন মাহমুদ।

ফরোয়ার্ড: তকলিস আহমেদ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হোসেন, জাহিদ হাসান এমিলি, আবদুল বাতেন কোমল, জুয়েল রানা, আমিনুর রহমান সজীব, সাখাওয়াত হোসেন রনি ও নাবিব নেওয়াজ জীবন।

বাংলাদেশ সময়: ১৩৪০ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।