ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রোনালদোকে নিয়ে উদ্বেগের কারণ নেই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
রোনালদোকে নিয়ে উদ্বেগের কারণ নেই ছবি : সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ লা লিগায় নিজেদের ষষ্ঠ ম্যাচে জয় তুলে নিতে পারেনি রোনালদো বাহিনী। মোটামুটি হতাশা নিয়ে মালাগার বিপক্ষে গোলশূন্য ড্র করে রিয়াল মাদ্রিদ।

এ ম্যাচে প্রায় হাফ-ডজনবার গোলপোস্টের বাইরে বল মারেন সিআর সেভেন খ্যাত পর্তুগিজ তারকা রোনালদো। আর প্রায় ১৪টি শট নিয়েও ম্যাচ শেষে নিজের নামের পাশে কোনো গোল সংখ্যা লেখাতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড।

পয়েন্ট টেবিলের শীর্ষে উঠার সুযোগ নিয়ে মালাগার বিপক্ষে মাঠে নেমে কোনো গোল আদায় করতে পারেনি রোনালদো-ইসকো-জেসে-বেনজেমারা। আর সে হতাশা ভর করেছে ব্রাজিলিয়ান তারকা রিয়ালের ডিফেন্ডার মার্সেলোর উপর।

মার্সেলো ম্যাচ শেষে জানান, আমি উদ্বেগের কোনো কারণ দেখছি না। রোনালদো আর দলের বাকি সদস্যদের কোনো দোষ নেই। তারা নিজেদের সেরাটা দিয়েই খেলার চেষ্টা করেছে। গোল না পাওয়ায় রোনালদোকে দোষারোপ করা যাবেনা। কারণ আমি বুঝতে পারছিলাম এটা রোনালদোর সমস্যা ছিল না। সে সব সময়ই দলের জন্য স্কোর করে।

এ মৌসুমে সাত ম্যাচ খেলে রোনালদো গোল করেছেন আটটি। বারবার গোলবারের বাইরে দিয়ে বল চলে যেতে দেখে ম্যাচের শেষ মিনিটে মালাগার গোলপোস্টকে প্রথমে লাথি মারেন তিনি, পড়ে কনুই দিয়ে সজোরো একটি ঘুসিও মারেন রোনালদো। ফলশ্রুতিতে হলুদ কার্ড দেখতে হয় তাকে।

ব্রাজিলিয়ান ডিফেন্ডার মার্সেলো আরও যোগ করেন, শুধু রোনালদোই নয়, ম্যাচে আমরা অনেকেই গোল আদায় করার সুযোগ পেয়েও ব্যর্থ হয়েছি। কারণ, আমরা বলে শট নিলেও তা মালাগার পোস্টের দিকে যেতেই চাইছিল না।

ঘরের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে প্রায় সাড়ে ৭৫ হাজার দর্শকের উপস্থিতিতে রিয়ালকে হতাশায় ডোবান মালাগার গোলরক্ষক কামেনি। রিয়ালের নেওয়া জোরালো শটগুলো রুখে দেওয়া কামেনির চমকে স্বাগতিক হিসেবে খেলতে নেমেও গোলের দেখা মেলেনি লা গ্যালাকটিকোদের।

বাংলাদেশ সময়: ১৬৩৩ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।