ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

গুয়াংঝাউ শিরোপা জিতলেন সানিয়া-হিঙ্গিস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
গুয়াংঝাউ শিরোপা জিতলেন সানিয়া-হিঙ্গিস ছবি : সংগৃহীত

ঢাকা: জয়রথ ছুটে চলছেই সানিয়া মির্জা আর মার্টিনা হিঙ্গিস জুটির। সর্বশেষ ইন্দো-সুইস এ জুটি জিতেছেন গুয়াংঝাউ ওপেন শিরোপা।



দুর্দান্ত খেলে গুয়াংঝাউ ওপেন খেতাব জিততে বিশ্বের এক নম্বর ডাবলস জুটি হারিয়েছেন চায়না জুটি শিলিন জু ও জিয়াওডি ইউকে। এ জুটিকে সরাসরি সেটে হারান সানিয়া-হিঙ্গিস। শিরোপা জিততে ফ্লাশিং মেডো চ্যাম্পিয়নরা ৬-৩, ৬-১ সেটে জয় তুলে নেন।

মাত্র ৫৮ মিনিটেই জয় তুলে নেন সানিয়ারা।

এই জয়ের মধ্য দিয়ে সানিয়া এ মৌসুমে সপ্তম ট্রফি জিতলেন। যার মধ্যে হিঙ্গিসের সঙ্গে জুটি বেধে ইউএস ওপেন, উইম্বলডনসহ শিরোপা জিতেছেন ছয়টি। আরও জিতেছেন ইন্ডিয়ান ওয়েলস, মিয়ামি আর চার্লসটন শিরোপা।

বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।