ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

মালয়েশিয়ায় ২০তম হলেন নিয়াজ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
মালয়েশিয়ায় ২০তম হলেন নিয়াজ ছবি : সংগৃহীত

ঢাকা: মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ১২তম আইজিবি দাতো আর্থার তান মালয়েশিয়া ওপেন দাবা ২০১৫’তে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরেশদ ২০তম স্থান লাভ করেছেন।

শেষ রাউন্ডের খেলা রোববার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত হয়।

নিয়াজ ৯ খেলায় ৬ পয়েন্ট অর্জন করে ২০তম হন।

তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান ৪ পয়েন্ট নিয়ে ৮৯তম হয়েছেন।

শেষ রাউন্ডের খেলায় নিয়াজ ভারতের আন্তর্জাতিক মাস্টার সিআরজি কৃষ্ণার সাথে ড্র করেন এবং ফাহাদ মালয়েশিয়ার চেন ইউয়ি মেং রায়ানের কাছে হেরে যান।

৬জন খেলোয়াড় ৭ পয়েন্ট করে অর্জন করেন, এদের মধ্যে টাই-ব্রেকিং পদ্ধতিতে উজবেকস্তানের গ্র্যান্ড মাস্টার ভাকিদভ জাহোঙ্গির চ্যাম্পিয়ন হন। ১২তম আইজবি দাতো আর্থার তান মালয়েশিয়ান ওপেন দাবায় ১৮টি দেশ হতে ৮জন গ্র্যান্ড মাস্টার ও ২৭জন আন্তর্জাতিক মাস্টারসহ ১৪১জন খেলোয়াড় অংশগ্রহণ করেন।

অপরদিকে একই স্থানে অনুষ্ঠিত রেটিং ইভেন্ট মালেয়শিয়া চেস চ্যালেঞ্জ ২০১৫ এ প্রদীপ সংঘের হানিফ মোল্লা ৯ খেলায় ৫.৫ পয়েন্ট নিয়ে ৩৪তম ও প্রতিভা দাবা গোষ্ঠির মোঃ মনির হোসেন ৫ পয়েন্ট নিয়ে ৪২তম হয়েছেন।

রোববার অনুষ্ঠিত রেটিং ইভেন্টের শেষ রাউন্ডের খেলায় হানিফ মালয়েশিয়ার ওয়াং ইউয়ি চিকে পরাজিত করেন এবং মনির মালয়েশিয়ার আখরামশাহ আকিল আইনুদ্দিন নাউফের কাছে হেরে যান। ৯টি দেশের ১৪৬জন খেলোয়াড় রেটিং ইভেন্ট মালয়েশিয়া চেস চ্যালেঞ্জে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।