ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

ফের হারল এসি মিলান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
ফের হারল এসি মিলান ছবি : সংগৃহীত

ঢাকা: ইতালিয়ান সিরি আ’র ম্যাচে হোঁচট খেয়েছে এসি মিলান। জেনোয়ার বিপক্ষে ১-০ গোলে হেরেছে ফেভারিট দলটি।

ইতালির ঐতিহ্যবাহী ক্লাবটি দশ জনের দল নিয়ে প্রথমে পিছিয়ে থেকে আর পেরে উঠেনি।

জেনোয়ার ঘরের মাঠে আতিথ্য নেওয়া মিলান ম্যাচের দশম মিনিটে পিছিয়ে পড়ে। গ্যালাতাসারে থেকে এ মৌসুমে ধারে খেলতে আসা সুইজারল্যান্ডের অভিজ্ঞ মিডফিল্ডার বার্লিমের গোলে লিড নেয় জেনোয়া। ৩০ গজ দূর থেকে নাপোলির সাবেক তারকা বার্লিমের ফ্রি-কিক মিলানের ডিফেন্সে বাধা পেয়েও জালে জড়িয়ে যায়।

১-০তে পিছিয়ে থাকা মিলান প্রথমার্ধের ৪২ মিনিটের মাথায় দশ জনের দলে পরিণত হয়। দ্বিতীয়বার হলুদ কাড দেখে মাঠ ছাড়েন রোমাগনোলি।

নির্ধারিত সময় শেষে গোল শোধ করতে পারেনি মিলান। ফলে, ১-০ গোলের ব্যবধানে মাঠ ছাড়তে হয় অতিথিদের।

এ ম্যাচে হারের ফলে মৌসুমের তৃতীয় হারের স্বাদ পেল মিলান। ৬ ম্যাচ খেলা দলটির সংগ্রহ ৯ পয়েন্ট, অবস্থান নবম।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, ২৭ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।