ঢাকা, রবিবার, ২৭ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

খেলা

রূপগঞ্জে হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
রূপগঞ্জে হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আতলাশপুর প্রাইমারি স্কুল মাঠে ঐতিহ্যবাহী হা-ডু-ডু প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত হা-ডু-ডু প্রতিযোগিতা দেখতে শিশু-কিশোরসহ শত শত নারী-পুরুষ আতলাশপুর প্রাইমারি স্কুল মাঠে ভিড় জমায়।



প্রতিযোগিতায় বিবাহিত গ্রুপের সঙ্গে অবিবাহিত গ্রুপের প্রায় দুই ঘণ্টাব্যাপী লড়াইয়ে অবিবাহিত গ্রুপ জয়লাভ করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- স্থানীয় ভুলতা ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান ব্যারিস্টার আরিফুল হক ভূঁইয়া।

আরও উপস্থিত ছিলেন- ব্যবসায়ী শাহিন মোল্লা, নাজমুল হাসান ভূঁইয়া, মনজুর হোসেন মোল্লা, আকরাম হোসেন, মনির হোসেন, আব্দুর রব, ফয়সাল, মকবুল হোসেন ও আমিনুল ইসলাম প্রমুখ।

খেলা শেষে বিজয়ী দলকে একটি রঙিন টেলিভিশন উপহার দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৮০২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।