ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

খেলা

সমর্থকদের মেসির ‘ধন্যবাদ’

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৯, ২০১৫
সমর্থকদের মেসির ‘ধন্যবাদ’ ছবি: সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন ফুটবলের ক্ষুদে জাদুকর লিওনেল মেসি তার ভক্ত-সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন। বার্সেলোনার এ সুপারস্টার শুভাকাঙ্খীদের ধন্যবাদ জানিয়ে তার ফেসবুক পেজে একটি পোস্টও দিয়েছেন।



স্প্যানিশ জায়ান্ট বার্সার হয়ে লা লিগার ম্যাচে পালমাসের বিপক্ষে খেলার সময় চোট পান মেসি। আর্জেন্টাইন এ তারকা স্ট্রাইকার সে ম্যাচের তৃতীয় মিনিটে পায়ে চোট পান। এরপরও বেশ কিছুক্ষণ মাঠে ছিলেন মেসি। তবে, ম্যাচের দশম মিনিটে মাঠ ত্যাগ করেন ইউরোপ সেরা ফুটবলার।

মাঠের বাইরে যাবার পর মেসিকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তার টেস্ট করানোর পর বার্সার ক্লাব টুইটার থেকে জানানো হয়, মেসির বাম হাঁটুর লিগামেন্ট ছিঁড়ে গেছে। এ কারণে তাকে ৭-৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

মাঠের বাইরে ছিটকে পড়লেও মেসি ভক্তদের আশা শিগগিরই তাদের প্রিয় ফুটবলারকে দেখা যাবে কাতালানদের এবং দেশের জার্সি গায়ে। আর ভক্তদের এমন সমর্থন আর শুভেচ্ছাকে ধন্যবাদ জানাতে ভুল করেননি আর্জেন্টাইন দলপতি।

ফেসবুক পেজে মেসি লিখেছেন, আপনাদের সকলকে ধন্যবাদ যারা আমাকে সমর্থন দিয়েছেন। যারা ফুটবল ভালোবাসে তাদের জন্য খুব কঠিন মাঠের বাইরে থাকা। এখন সময় খুব দ্রুত নিজেকে মাঠে ফিরিয়ে আনার। আর এটাই বড় কাজ।

এদিকে, মেসির চোট বার্সার সঙ্গে সঙ্গে বিপদে ফেলে দিয়েছে আর্জেন্টিনাকেও। এর মধ্যে লা লিগার পাঁচটি, চ্যাম্পিয়নস লিগের তিনটি ও কোপা ডেল রে’র অন্তত একটি ম্যাচ আছে। আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও খেলতে পারবেন না তিনি। ৮ অক্টোবরের ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে থাকছেন না আর্জেন্টাইন দলপতি। ১৩ অক্টোবর প্যারাগুয়ের বিপক্ষেও খেলা হচ্ছেনা মেসির।

তবে, ২২ নভেম্বর যে ম্যাচটি রয়েছে সে ম্যাচে নামার জন্য অপেক্ষা করতে চাইবেন না মেসি। কারণ, সে ম্যাচটি যে এল ক্লাসিকোর (রিয়াল মাদ্রিদের বিপক্ষে) ম্যাচ! তার আগেই মেসি নিশ্চয়ই চোট কাটিয়ে উঠতে চাইবেন এমনটি আশা করছেন মেসির ভক্ত-সমর্থকরাও।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ২৯ সেপ্টেম্বর ২০১৫
এমআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।